Advertisment

'দুঃস্বপ্ন আসত রাতে, ঘুম ভেঙে যেত…', জয়দীপকে থ্রেট দিয়েছিলেন আলিয়া!

আজও তিনি আলিয়ার ভয়ে ত্রস্ত, কী এমন করেছিলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jaideep ahalawat shared alia bhatt threatened him

আলিয়ার ভয়ে ত্রস্ত জয়দীপ

আলিয়া কাউকে থ্রেট দিয়ে পারেন? এও সম্ভব! অদ্ভুত হলেও কিন্তু সত্যি কথা। আর তার ভয়ের চোটে রাতের ঘুম উড়েছিল বলিউড অভিনেতার। রীতিমতো ভয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তাঁর।

Advertisment

প্রসঙ্গে জয়দীপ আহালাওয়াত। তিনি বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির এক দুর্ধর্ষ অভিনেতা। সাম্প্রতিক জানে জান ছবির কারণেই তিনি আলোচনায় রয়েছেন। সেখানেও এক অনবদ্য অভিনয় করেছেন তিনি। কিন্তু, একসময় আলিয়ার ভয়ে জড়সড় হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, এমনই থ্রেট খেয়েছিলেন যে নিজের জীবনে এক বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। বদল ঘটেছিল ভাবনা চিন্তায়।

আলিয়ার সঙ্গে তিনি কাজ করেছিলেন রাজি ছবিতে। আর এই ছবির কারণেই রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর। কারণ? আলিয়া এবং ছবির পরিচালক নাকি তাঁকে থ্রেট করেছিলেন। অভিনেতা বলেন, এটা খুব স্বাভাবিক কোনও চরিত্রের দ্বারা প্রভাবিত হওয়া। কিন্তু, আমার ক্ষেত্রে একদম অন্য হয়েছিল। আসলে, আমার রীতিমতো রাত বিরেতে দুঃস্বপ্ন আসতে শুরু করেছিল। বলা উচিত নয়, এই সমস্যা আগে ছিল না। আমার যে কি ভয় লাগতো। আমি বলে বোঝাতে পারব না।"

আরও পড়ুন - অনুশীলনই সম্ভব করল, উল্টো হয়ে ঝুলে পড়লেন জিতু

জীবনে, প্রথমবারের মতো ভয় পেয়েছিলেন তিনি। ঘুম ভেঙে ভয়ের চোটে উঠে পড়তেন। কী এমন বলেছিলেন আলিয়া? অভিনেতা বলেন, "আমি আমার অভিনয় করা কোনও ছবি বা আমার কাজ সহজে দেখি না। ধরে নাও ৮০% ক্ষেত্রে তাইই হয়। কিন্তু, মেঘনা আর আলিয়া আমায় রীতিমতো থ্রেট দিল। এটা বলে, যে ছবি না দেখলে আমার নম্বর ব্লক করে দেবে। চতুর্থ স্ক্রিনিং এর দিন আমি দেখতে গিয়েছিলাম ছবিটা।

এই ছবিতে ভারতীয় সেনার এক অনন্য সদস্য হিসেবে তিনি অভিনয় করেছিলেন। সারাক্ষণ গুলি চলছে, বোমা ফাটছে। এক দম্বন্ধকর পরিস্থিতি। অভিনেতা জানান, আমার এই সব দেখে দেখে আরও সমস্যা হয়ে গিয়েছিল। কেমন জানি লাগত চারপাশটা। যা প্রেসারে থাকতাম, ভয়ঙ্কর।

রাজি ছবিতে আলিয়ার অভিনয় যেমন প্রশংসা পেয়েছে তেমনই ভিকি কৌশল প্রথমবার এই ছবিতে জুটি বেঁধেছিলেন আলিয়ার সঙ্গে। ভারত পাক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি বেশ পছন্দ হয়েছিল সকলের।

bollywood alia bhatt Entertainment News
Advertisment