/indian-express-bangla/media/media_files/2025/10/22/james-2025-10-22-16-39-17.jpg)
ছেলের কী নাম রাখলেন?
Bangladeshi Rockstar James: বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম।
বাংলাদেশের সংবাদ-মাধ্যম প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ! এটা কীভাবে প্রকাশ করব, সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। আল্লাহকে ধন্যবাদ। তিনি আমাকে একটি সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”
Pabitra Puniya: টেকেনি আগের সম্পর্ক, ১ বছরের মাথায় কার সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী?
জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম- ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা হয়। নামিয়া তখনও জানতেন না যে জেমস বাংলাদেশের এক জনপ্রিয় রকস্টার। পরিচয়ের এক বছর পরই সম্পর্কটি গড়ায় বিয়েতে। প্রসঙ্গে, এর আগে জেমস দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়, এবং ২০০৩ সালে বিচ্ছেদ। সেই সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।
বুধের সকালে দুঃসংবাদ! দিল্লিতে অকালমৃত্যু ঋষভের
পরবর্তীতে ২০০০ সালে জেমসের সঙ্গে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের। যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁরা বিয়ে করেন। তবে ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। দ্বিতীয় সংসারেও জেমসের এক কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ এক দশক একা থাকার পর ২০২৪ সালে নামিয়া আনামকে বিয়ে করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us