Advertisment
Presenting Partner
Desktop GIF

'অবতার টু'-এর শুটিং শুরু করতে নিউজিল্যান্ডে ক্যামেরন

Avatar 2: অতি সম্প্রতি পরিচালক পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডে। সেখানে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পরেই শুরু হবে আবারও ছবির কাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
James Cameron arrives Australia to restart Avatar 2 production

জেমস ক্যামেরন ও জন ল্যানডু। ছবি: ইনস্টাগ্রাম থেকে

করোনার প্রকোপ ও লকডাউন-পরিস্থিতি থেকে একটু একটু করে বেরিয়ে আসছে আন্তর্জাতিক বিনোদন জগত। অতিমারীর কারণেই স্তব্ধ হয়ে গিয়েছিল জেমস ক্যামেরন-এর 'অবতার টু'-এর শুটিং। অতি সম্প্রতি পরিচালক পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডে। সেখানে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পরেই শুরু হবে আবারও ছবির কাজ।

Advertisment

২০০৯ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের ছবি 'অবতার'। হলিউড ছবির ইতিহাসে এই ছবি একটি মাইলস্টোন সিনেমার প্রযুক্তিগত দিক থেকে। টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স কয়েক বছর আগেই সিদ্ধান্ত নেয় যে 'অবতার'-এর আরও বেশ কয়েকটি সিকোয়েল নির্মিত হবে 'অবতার' ফ্র্যাঞ্চাইজি-র অংশ হিসেবে।

আরও পড়ুন: ওয়াজিদ খান: বলিউডের গায়ক-কম্পোজার সম্পর্কে কিছু তথ্য

এই ফ্র্যাঞ্চাইজি-র দ্বিতীয় ছবি অর্থাৎ 'অবতার টু' মুক্তি পাওয়ার কথা ২০২১ সালে। করোনা অতিমারী শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডে চলছিল ছবির প্রযোজনার কাজ। মাঝপথেই কাজ বন্ধ করে ফিরে যেতে হয় টিমকে। সম্প্রতি এই ছবির সহ-প্রযোজক জন ল্যানডু ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান যে তিনি ও পরিচালক জেমস ক্যামেরন এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডে।

James Cameron arrives Australia to restart Avatar 2 production সময়টা এগিয়ে যাবে ১২ বছর, ফিরবে পুরনো বিপদ।

কিন্তু নিয়ম অনুযায়ী সেদেশের সরকারি পর্যবেক্ষণে আগামী ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে ল্যানডু এবং ক্যামেরনকে। তার পরেই তাঁরা শুরু করতে পারবেন ছবির কাজ। 'অবতার টু'-এর গল্পটা শুরু হয় অবতার ছবির গল্পের ১২ বছর পরে। জেক স্যালি ও নেইতিরি তাদের নিজস্ব জগতে সুখে-শান্তিতে। কিন্তু একটি বিশেষ কারণে তাদের পৌঁছতে হয় প্যান্ডোরা-র অন্য প্রান্তে। আর সেখানেই ১২ বছর আগে ছেড়ে আসা একটি পুরনো বিপদের সম্মুখীন হয় তারা।

এই দ্বিতীয় ছবিটিতে স্যাম ওয়র্দিংটন ও জো সালডানা-র পাশাপাশি রয়েছেন স্টিফেন ল্যাং ও কেট উইন্সলেট। 'অবতার' ফ্র্যাঞ্চাইজি-র প্রথম ছবিটি বাদ দিয়ে আরও চারটি ছবির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তার মধ্যে দ্বিতীয়টি আসছে ২০২১ সালে।

hollywood
Advertisment