দীর্ঘ লকডাউনে বন্ধ সব ধারাবাহিকেরই শুটিং। পুরনো বেশ কিছু ধারাবাহিকের পুনঃসম্প্রচারের ঘোষণা করল আকাশ ৮ চ্যানেল। আকাশ ৮ নির্মিত 'জননী' ধারাবাহিকটি যেমন রয়েছে সেই তালিকায়, তেমনই রয়েছে শিরডির সাইবাবার জীবন অবলম্বনে তৈরি ধারাবাহিক 'ওঁ সাই রাম'।
বাংলা টেলিভিশনের প্রথম মেগাসিরিয়াল, সুপ্রিয়া দেবী অভিনীত 'জননী' ধারাবাহিকের সম্প্রচার হয়েছিল দূরদর্শনে। বিষ্ণু পালচৌধুরী পরিচালিত সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন প্রয়াত অশোক সুরানা, আকাশ ৮-এর প্রতিষ্ঠাতা। প্রায় ১৭ বছর পরে আকাশ ৮-এ সেই পুরনো গল্পটিই নতুন করে নির্মিত হয়।
আরও পড়ুন: লকডাউনেও স্টার জলসা-য় আসছে নতুন এপিসোড
এই দ্বিতীয়বার নির্মিত 'জননী'-তে মুখ্য চরিত্রে ছিলেন অনুরাধা রায়। লকডাউনের সময় সেই ধারাবাহিকেরই পুনঃসম্প্রচার দেখা যাবে আকাশ ৮-এ। তাছাড়া চ্যানেলের আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকও ফিরছে। সেই তালিকায় রয়েছে ভাস্বর চট্টোপাধ্যায় অভিনীত 'ওঁ সাই রাম'। সাইবাবার এই বায়োপিকটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল।
শিরডির সাঁইবাবার ভূমিকায় ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি সৌজন্য: আকাশ ৮
'জগজ্জননী মা সারদা' বা বছর দুয়েক আগের বৃদ্ধাশ্রম ধারাবাহিকটিও দেখা যাবে আবার। সন্ধ্যার স্লটগুলিকে এই পুরনো ধারাবাহিক দিয়ে নতুন করে সাজিয়েছে আকাশ ৮। এই অনুষ্ঠান সূচি কার্যকর হয়েছে ১ এপ্রিল থেকেই। এক নজরে দেখে নিন সেই তালিকা--
সোম থেকে শনি
সকাল ৬.৩০টা-- ভক্তিগীতি
৭টা থেকে ৯.৩০টা-- গুড মর্নিং আকাশ
১.৩০টা-- রাঁধুনি
২টো থেকে ৫টা-- দুপুরের মেগা মুভি
৫টা থেকে ৫.৩০টা-- আকাশ বার্তা
৬টা-- জগজ্জননী মা সারদা
৬.৩০টা-- ওঁ সাই রাম
৭টা-- সাহিত্যের সেরা সময় (সোম থেকে শনি)
৭.৩০টা থেকে ৮.৩০টা-- বৃদ্ধাশ্রম
৮.৩০টা থেকে ৯.৩০টা-- পুলিশ ফাইলজ
৯.৩০টা থেকে ১০.৩০টা-- জননী
১০.৩০টা থেকে ১১টা-- আকাশ বার্তা
১১টা থেকে ১২টা-- পুলিশ ফাইলজ
এছাড়া রবিবার রয়েছে 'দাদাঠাকুরের দেশে', 'লেজেন্ডস'-এর ৩টি এপিসোড ও বাংলা ছবির সম্প্রচার।