Advertisment
Presenting Partner
Desktop GIF

শীতে ভূতের গল্প! নেটফ্লিক্সে আসছে জাহ্নবী-সবিতার 'গোস্ট স্টোরিজ'

Ghost Stories: করণ জোহর, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়, 'লাস্ট স্টোরিজ'-এর পরে আবারও জুটি বেঁধে নিয়ে আসছেন চারটি ভূতের গল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Janhvi Kapoor Sobhita Dhulipala starrer Ghost Stories to stream on Netflix

'গোস্ট স্টোরিজ'-এ সবিতা ও জাহ্নবীর লুক।

Netflix Ghost Stories: বর্ষাকালের মতোই শীতকালে ভূতের গল্প, ভূতের সিনেমা জমে ভাল। এবছর শীতকালে, আগামী বছরের গোড়াতেই নেটফ্লিক্সে আসছে টান টান চারটি ভূতের গল্প। গত বছর চার পরিচালক তৈরি করেছিলেন 'লাস্ট স্টোরিজ'। তাঁরাই এবার নিয়ে আসছেন নতুন অ্যান্থোলজি, যা কিনা ভূত নিয়ে।

Advertisment

করণ জোহর, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়-- চার পরিচালক আবারও একসাথে নিয়ে আসছেন 'গোস্ট স্টোরিজ' যেটির স্ট্রিমিং হবে ১ জানুয়ারি। 'লাস্ট স্টোরিজ'-এর মতোই চারটি ছোট ছোট নিয়ে একটি গল্পমালার আকারেই আসবে এই ওয়েব ছবিগুলি।

আরও পড়ুন: খাদের ধারে ঝুলন্ত গাড়ি! একটুর জন্য বেঁচে গেলেন বরুণ

'গোস্ট স্টোরিজ'-এর চারটি গল্পে দেখা যাবে বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। জাহ্নবী কাপুর ও সবিতা ধুলিপালার পাশাপাশি চারটি গল্পে দেখা যাবে যাঁদের তাঁরা হলেন মৃণাল ঠাকুর, অবিনাশ তিওয়ারি, রঘুবীর যাদব, বিজয় বর্মা ও পাভেল গুলাটি। সম্প্রতি 'গোস্ট স্টোরিজ'-এর ঘোষণা করেছেন চার পরিচালক একটি ভিডিও বার্তায়।

প্রত্যেকেই তাঁর ভূতের গল্পটা কেমন হতে চলেছে তার একটা আভাস দিয়েছেন এক একটি বাক্যে। যেমন দিবাকর বন্দ্যোপাধ্যায় বলেন যে তাঁর গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে 'একটি বিশেষ ধরনের খাবারের প্রতি টান' আবার অনুরাগ কাশ্যপ বলেছেন যে 'পাখির ডাক সব সময় যে খুব একটা মধুর হবে তেমনটা নয়'। শুধু তাই নয়, চার পরিচালকই জানিয়েছেন যে তাঁরা চারজনই এই প্রথম এমন একটি বিষয় নিয়ে ছবি বানিয়েছেন।

আরও পড়ুন: ২০২০-তে বলিউডে রাজত্ব করবেন অভিনেত্রীরা

'গোস্ট স্টোরিজ' দিয়েই ওয়েবে ডেবিউ করতে চলেছেন জাহ্নবী কাপুর। তাঁকে দেখা যাবে জোয়া আখতারের গল্পটিতে। ওই গল্পে তাঁর ফার্স্ট লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়।

Janhvi kapoor karan johar web series
Advertisment