Actor Passed away: রঙিন জীবন আজ ফ্যাকাসে, চিরঘুমে কিংবদন্তি অভিনেতা..

Actor Passed Away: তবে, সেই মানুষটাই আজ না ফেরার দেশে। পাঁচ দশকের ওপর তিনি কেরিয়ার জীবন বাঁচিয়ে রেখেছিলেন। কাজ করেছেন বহু। তবে, আজ সেসব অতীত।

Actor Passed Away: তবে, সেই মানুষটাই আজ না ফেরার দেশে। পাঁচ দশকের ওপর তিনি কেরিয়ার জীবন বাঁচিয়ে রেখেছিলেন। কাজ করেছেন বহু। তবে, আজ সেসব অতীত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

প্রয়াত কিংবদন্তি...

Actor Passed Away: দীর্ঘদিন তাঁর গলা শুনেছেন অনেক কমিক প্রেমীরা। টিভিতে কার্টুন দেখেছেন, কিন্তু এই মানুষটির গলাকে ভালবেসেছেন। তবে, অনেকেই তাঁকে হয়তো চেনেন না। তবে, সেই মানুষটাই আজ না ফেরার দেশে। পাঁচ দশকের ওপর তিনি কেরিয়ার জীবন বাঁচিয়ে রেখেছিলেন। কাজ করেছেন বহু। তবে, আজ সেসব অতীত।

Advertisment

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রে ব্রুকস। ১৯৭০ এর দশকে ক্লাসিক শিশুদের অনুষ্ঠান মিস্টার বেনে তাঁর কন্ঠ শোনা গিয়েছিল। ১৯৬০ এর দশকে তিনি বিবিসি নাটক ক্যাথি কম হোমে প্রধান হিরোর ভূমিকায় কাজ করেছেন। এছাড়াও ১৯৮০ সালে, দশকের প্রাইমটাইম অনুষ্ঠান বিগ ডিলেও তিনি অভিনয় করেছেন। তাঁর সেই ক্যারেকটার ভীষণ আইকনিক। দুর্বৃত্ত জুয়াড়ি হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি, ম্যাক্স ওয়াইল্ড হিসেবেও তাঁকে দেখা গিয়েছিল।

Bollywood: লিড নায়ক-নায়িকার সম্পর্কে ভাঙন, সুর চুরির বিতর্ক- বলিউডের এই ছবির নেপথ্যের গল্প জানলে চমকে যাবেন..

Advertisment

ব্রুকস এমন কয়েকজন অভিনেতার একজন, যিনি করোনেশন স্ট্রিট এবং ইস্টএন্ডার্স- উভয় ধারাবাহিকেই অভিনয় করেছেন। ১৯৬০-এর দশকে তিনি আইটিভি সোপে নরম্যান ফিলিপস চরিত্রে অভিনয় করেছিলেন। চার দশক পরে তিনি ইস্টএন্ডার্স-এর অ্যালবার্ট স্কোয়ারে ফিরে আসেন জো ম্যাসার চরিত্রে। কিন্তু, কী হয়েছিল তাঁর? কী করে মারা গেলেন তিনি? তাঁর পরিবার মারফত খবর, "কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এরপর শনিবার তিনি মারা যান।"

A posed photograph of Ray Brooks stood behind the 'Albert Square' sign on the set of EastEnders. He has short white hair and wears a striped red, white and blue polo shirt.

এক বিবৃতিতে অভিনেতার দুই ছেলে, উইল এবং টম, জানান যে তাদের বাবা শেষদিন পর্যন্ত বিশ্বাস করতেন তিনি মূলত মিস্টার বেন চরিত্রের জন্যই পরিচিত ছিলেন। মানুষ প্রায়ই তাকে ‘যাদুর মাধ্যমে ( as if by Magic )’- এই বিখ্যাত বাক্যটি বলতে বলত,” তারা উল্লেখ করেন। কার্টুন সিরিজটিতে দেখা যেত মিস্টার বেনকে, যিনি একটি জাদুকরী পোশাকের দোকানে গিয়ে প্রতিবার ভিন্ন পোশাক পরে নতুন এক অভিযানে পা রাখতেন। ব্রুকসের দুই ছেলে আরও বলেন, “যদিও মাত্র ১৩টি পর্ব বানানো হয়েছিল, তবুও ২১ বছর ধরে বছরে দুইবার সেগুলো প্রচারিত হতো।”

Bigg Boss: পহেলগাঁও হামলার শহিদ সেনার স্ত্রীকে নিয়ে ‘বিগ বস’-এ বিতর্কের ঝড়, যা জানা যাচ্ছে...

Ray Brooks and June Brown in character as Joe Macer and Dot Cotton, in a still from EastEnders. They are in a living room. Both are elderly; Joe has short white hair and wears a brown jacket, and Dot has short, curly red hair and wears a camel-coloured coat. Joe is restraining Dot, with his hand over her mouth and around her shoulder.

১৯৬০ ও ১৯৭০-এর দশকে ব্রুকস যে সব টিভি শোতে অভিনয় করেছিলেন, সেই সময়ের ব্রিটিশ ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় হিটগুলোর মধ্যে রয়েছে সেগুলো।এগুলোর মধ্যে ছিল ডেঞ্জার ম্যান, ডিকসন অব ডক গ্রীন, ইমার্জেন্সি-ওয়ার্ড ১০, দ্য অ্যাভেঞ্জারস, র‍্যান্ডাল অ্যান্ড হপকর্ক (ডিসিসড) এবং জেড কার্স-এর মতো সিরিজে অভিনয়। টিভির পাশাপাশি তিনি একাধিক সিনেমাতেও সাফল্য পান। এর মধ্যে ১৯৬৫ সালের দ্য ন্যাক… অ্যান্ড হাউ টু গেট ইট চলচ্চিত্রটি ছিল বিশেষ উল্লেখযোগ্য, যা কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর পুরস্কার জিতেছিল।

১৯৭২ সালে ক্যারি অন অ্যাব্রড ছবিতে তিনি ভগ্নপ্রায় এক হোটেলের ওয়েটার জর্জিও চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ১৯৬৬ সালের ডক্টর হু সিনেমা ড্যালেকস’ ইনভেশন আর্থ: ২১৫০ এ.ডি.-তেও অভিনয় করেছিলেন।

Entertainment News Entertainment News Today Actor actor death news