/indian-express-bangla/media/media_files/2025/09/10/cats-2025-09-10-14-30-26.jpg)
বিয়ের রাতের ঘটনা
Javed Akhtar-Shabana Azmi Relationship: বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাবানা আজমি ও জাভেদ আখতার। প্রেম-দাম্পত্যের নানান অজানা কাহিনি একাধিক সাক্ষাৎকারে শেয়ার করেছেন। কিন্তু, সম্প্রতি TV9 Bharatvarsh-কে দেওয়া সাক্ষাৎকারে অন্নু কাপুর সামনে আনলেন তারকা দম্পতির জীবনের এক চমকপ্রদ ঘটনা। মাঝরাতে বিয়ে করেছিলেন জাভেদ আখতার ও শাবানা আজমি। তিনি জানান, ১৯৮৪ সালের ডিসেম্বরে মধ্যরাতের পর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে তাঁরা সহবাস করতেন। কিন্তু, সেই সময় সমাজ সেই বিষয়টিকে বাঁকা নজরে দেখত। তাই বিয়ের সিদ্ধান্ত নিতেই 'মৌলবি' খুঁজতে বেরিয়ে পড়েছিলেন।
অন্নু কাপুর আবার সেই ঘটনার বিবরণ দিয়ে বলেন, 'আমি পারিবারিক বন্ধু ছিলাম। ওঁরাও আমাকে সবসময় খুব ভালবাসতেন। আমি ওঁদের বাড়ি গিয়ে বললাম, এবার একটা সিদ্ধান্ত নাও। হয় সম্পর্ক ভেঙে দাও, না হয় বিয়ে কর। সেই সময় লিভ-ইন সম্পর্কের সমাজে কোনও গ্রহণযোগ্যতা ছিল না। জাভেদ বললেন, ঠিক আছে, যা করার কর।' আমি শাবানার দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, 'তুমি রাজি আছো?' হেসে বলেছিলেন, দেখে নে, অন্নু। আমি ওনাকে বোনের মতো ভাবতাম। তাই এটাকেই সম্মতি বলে ধরে নিয়ে এগিয়ে গেলাম।' অন্নু আরও জানান, তিনি প্রয়াত অভিনেতা কামরান রিজভিকে নিয়ে বান্দ্রার মসজিদে মৌলবী আনতে যান। অন্যদিকে বনি কাপুরসহ আরও কয়েকজনকেও খবর দেওয়া হয়। অবশেষে মধ্যরাতে বিয়ে সম্পন্ন হয়েছিল।
এর আগে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অন্নু কাপুর জানিয়েছিলেন, বিয়ের রাতে জাভেদ মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি বলেন, 'জাভেদ তখন মাতাল হয়ে বসে ছিলেন আর শাবানা অন্যদিকে বসে বই পড়ছিলেন। আমি গিয়ে শাবানাকে বললাম, বিবি এগিয়ে যান। সিদ্ধান্তটাও নিয়ে ফেলুন। উনি বললেন, আমি কী ভাবে সিদ্ধান্ত নেব? উনি তো কিছু বলছেন না। আমি গিয়ে জাভেদকে নাড়িয়ে ওঁর হুঁশ ফেরালাম। তখন জড়ানো গলায় বললেন, হ্যাঁ, আমি রাজি। এরপর আমি, তাদের ড্রাইভার মাইকেলকে নিয়ে ছুটে গেলাম বান্দ্রার মসজিদে মৌলবী আনার জন্য। এদিকে শওকত আম্মি তাঁর লাল জোড়া বের করে অনিল কাপুর-বনি কাপুরকে খবর দিলেন। সবাই এসে রাত আটটা পর্যন্ত নাচলেন। বিয়ে হল মধ্যরাতের পর।'
আরও পড়ুন '১৮ বোতল বিয়ার খেতাম', অতিরিক্ত মদ্যপানে বিবাহবিচ্ছেদ! জনপ্রিয় তারকার জীবন কাহিনি শুনলে চোখে জল আসবে
শাবানা ও জাভেদ দু'জনেই মেনে নিয়েছেন মদ্যপানই তাঁদের সম্পর্কের বড় সমস্যা। সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল জাভেদ প্রথম দাম্পত্য ও তাঁর সন্তান। সাম্প্রতিক অতীতে শাবানা কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ওটা ভীষণ কঠিন একটা সময় ছিল। কতটা কষ্টের মধ্যে দিন কেটেছিল তা কেউ জানে না। সবাই ভাবে বিয়ে হয়ে গিয়েছে আর কোনও সমস্যা নেই। কিন্তু আসলে ওটা ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক একটা মুহূর্ত। বিশেষ করে যখন সন্তানরা এর মধ্যে জড়িয়ে থাকে তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।'
আরও পড়ুন 'পাকিস্তানে যাওয়ার থেকে নরকে যাওয়া শ্রেয়', শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ আখতার