"মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময়েই স্ক্যানারের তলায়। আর হাইপ্রোফাইল হওয়ার মাশুলও গুনতে হয়…", মন্তব্য বলিউডের খ্যাতনামা গীতিকার তথা লেখক জাভেদ আখতারের (Javed Akhtar)। আরিয়ান খান (Aryan Khan) কাণ্ডে কার উদ্দেশে তোপ দাগলেন জাভেদ?
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর মাদককাণ্ডে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জীবনযাপন সমালোচনার মুখে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অবশ্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কড়া নজর বলিউড তারকাদের ওপর। এযাবৎকাল একাধিক স্টারদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিবির তরফে। শাহরুখ-পুত্রের গ্রেফতারির পর যেন সেই যজ্ঞে আরও একবার ঘৃতাহূতি পড়ল। মাদককাণ্ডে জড়িয়ে গত ২ সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে শাহরুখ-পুত্র। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই তাঁর সমর্থনে পোস্ট করেছেন, এবার সরব হলেন জাভেদ আখতার।
<আরও পড়ুন: পর্নকাণ্ডের পাল্টা! শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রাজ-শিল্পার>
সম্প্রতি বলিউডের (Bollywood) সংস্কৃতি নিয়ে এক আলোচনা প্রসঙ্গে যখন জাভেদ আখতারকে প্রশ্ন ছোঁড়া হয়েছিল, আপনার কি মনে হয় যে, প্রতিনিয়ত আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলিউডকে? তার উত্তরেই গীতিকারের মন্তব্য, "এটা আসলে হাইপ্রোফাইল হওয়ার মাশুল গুনতে হচ্ছে ইন্ডাস্ট্রিকে। যখনই আপনি কোনও উঁচু জায়গায় থাকবেন, চারদিকের মানুষ আপনার দিকে কাঁদা ছুঁড়বে। আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। আর আপনি যদি সমাজের চেনা কেউ না হন, তাহলে আপনার দিকে পাথর ছুঁড়ে তো কোনও লাভই নেই।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন