/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/javed.jpg)
অশান্ত বাংলাদেশ নিয়ে শেখ হাসিনাকে তোপ জাভেদ আখতারের!
"বাংলাদেশে যা কিছু ঘটছে, তা অত্যন্ত লজ্জার। শেখ হাসিনা যিনি কিনা একজন সেক্যুলার মহিলা বলেই পরিচিত, তাঁর শাসনতন্ত্রে কীভাবে এমন ঘটনা ঘটে?" দুর্গাপুজোকে কেন্দ্র করে পদ্মাপারে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, এবার সেই প্রেক্ষিতেই গর্জে উঠলেন জাভেদ আখতার (Javed Akhtar)।
উৎসবের মরসুমে উত্তপ্ত বাংলাদেশ। দুর্গাপুজোকে (Durga Puja 2021) কেন্দ্র করেই আশান্তির সূত্রপাত। কুমিল্লা থেকে হাজিগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালি, কক্সবাজারের একাধিক মন্দিরে দুর্গামূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে। সাম্প্রদায়িক এই হানাহানিতে নিহতের সংখ্যা একাধিক। এদিকে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিলেও থামতে নারাজ এদেশের হিন্দুত্ববাদীরা। বাংলাদেশেও একই চিত্র। কোরান অবমাননার অভিযোগ এনে ইসকন মন্দিরে ভাঙচুর চালানো হয়, সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলার খবরও প্রকাশ্যে এসেছে। সাম্প্রদায়িক অসহিষ্ণুতার রং ছড়িয়ে একপ্রকার বাংলাদেশকে অশান্ত করে তুলেছে ধর্মীয় ধ্বজ্জাধারীরা। এবার সেই প্রেক্ষিতেই গর্জে উঠলেন বলিউডের খ্যাতনামা গীতিকার জাভেদ আখতার।
সোমবার টুইটে জাভেদের মন্তব্য, "বাংলাদেশে যা কিছু ঘটছে, তা অত্যন্ত লজ্জার বিষয়। সংখ্যালঘুদের উপর যাঁরা নির্হিচারে আক্রমণ চালাচ্ছে, তারা কাপুরুষ এবং মানসিক বিকারযুক্ত কমিউনালিস্ট। শেখ হাসিনার মতো একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বের শাসনতন্ত্রে কীভাবে এমনটা ঘটতে পারে?"
<আরও পড়ুন: ‘গোর্খা’র পোস্টারে মারাত্মক ভুল! প্রাক্তন সেনাকর্তার কাছে ক্ষমা চাইলেন অক্ষয়>
What is happening in Bangala Desh is a matter of great shame . Those who are trying to crush a vulnerable minority are bullies cowards and sick communalists. How can Sheikh Haseena who is known for secular values let this happen under her watch
— Javed Akhtar (@Javedakhtarjadu) October 18, 2021
উল্লেখ্য, জাভেদ বরাবরই স্পষ্টবাদী। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারেও একাধিকবার তিনি গর্জে উঠেছেন। মানবতার মন্ত্রে বিশ্বাসী জনপ্রিয় এই গীতিকার এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যথন মৌলবাদীদের আক্রমণের খাঁড়া ঝুলছে, তখনও চুপ করে থাকলেন না। প্রতিবাদে গর্জে উঠলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন