শাহরুখ এর ছবি রিলিজ করতেই কি সমস্যা বাড়বে বাংলাদেশে? তারকাদের মধ্যে বাড়বে, অস্থিরতা। ওপার বাংলার জন্য কতটা সুবিধা করবে 'জওয়ান'?
পাঠান রিলিজের বেশ কিছুদিন পরই বাংলাদেশে এই ছবি মুক্তি পায়। সেন্সর পেতেই সময় লেগেছিল অনেকদিনের। যদিও বা, 'জওয়ান' ছবির ক্ষেত্রে সেই বাঁধা নেই। কারণ, সূত্রের খরব গতকালই সেন্সর পেয়েছে এই ছবি। বাংলাদেশের দর্শকরা ভারতীয়দের সঙ্গে সঙ্গেই পৌঁছেছেন প্রেক্ষাগৃহে। তবে, এই ছবি রিলিজ কি বাংলাদেশী ছবির ক্ষেত্রে মুশকিল সৃষ্টি করবে?
ওপার বাংলায় শাহরুখ ভক্তর সংখ্যা কম নয়। এমনকি, গতবার 'পাঠান' দেখতেও অনেক বর্ডার অতিক্রম করে এদেশে এসছিলেন। যদিও, এবার সেই অপেক্ষা করতে হয়নি ওপার বাংলার দর্শকদের। কিন্তু বিতর্কও কম নেই। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ছবি চললে একেবারেই ধসে পড়বে বাংলা ছবি? এমন আওয়াজ তুলেছিলেন আর্টিস্ট মহলের অনেকেই। শুধু তাই নয়, এরই মধ্যে রিলিজ রয়েছে বেশ কয়েকটি বড় ছবির। বাংলাদেশের বিখ্যাত অভিনেতা সিয়ান আহমেদের ছবি 'অন্তর্জাল' রিলিজ করছে আজকে।
বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 'জওয়ান' গোটা বিশ্বের মত একদিনেই রিলিজ করবে বাংলাদেশে। অন্তর্জাল ছবির হিরো সিয়াম আহমেদ এপ্রসঙ্গে জানিয়েছেন...
আরও পড়ুন - Jawan Box office: প্রথম দিনই বাজিমাৎ! ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর দেরি নেই ‘জওয়ানে’র
"আমি পলিসি মেকার না। মুক্তবাদের অর্থনীতিতে কিছু ঠেকিয়ে রাখতে পারবেন না। সিনেমাহলে চলবে না তো কি হয়েছে? বাড়ি গিয়ে পাইরেটেড কপি নামিয়ে দেখবে। ওপেন মার্কেট এটা। জওয়ান আমাদের সঙ্গে রিলিজ পেলেও একটা জিনিষ হয়তো খেয়াল করে থাকবেন যে শেষ কিছু ছবির ক্ষেত্রে, বাংলা সিনেমা যেগুলো খুব ভাল হয়েছে, সেগুলোকে বাংলাদেশের দর্শক এগিয়ে রেখেছে। এটা একটা বিরাট পাওনা আমাদের কাছে।"
উল্লেখ্য, গতকাল থেকেই জওয়ান উত্তেজনা। সারা বিশ্বের ঝড় তুলেছেন শাহরুখ। তবে, বাংলাদেশের ওপর কেমন প্রভাব পড়বে এই নিয়ে বেশ চিন্তিত সেখানকার আর্টিস্ট মহলের অনেকেই। আদৌ শাহরুখের চাপে, বাংলা ছবির ক্ষতি হবে না তো? যদিও, অনেকে এও বলছেন শাহরুখের ছবি চললে দেশের অর্থ ভান্ডার বেশ ভালই হবে।