/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/j2.jpg)
জওয়ান ঝড়! এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কেউ পড়াচ্ছে মালা, তো কেউ খাচ্ছে চুমু... তিনি ফিরেছেন, বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। জওয়ান দেখতে মরিয়া দেশবাসী। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার উন্মাদনা ছিল তুঙ্গে। সারাদিন ধরে সব শো হাউসফুল।
কারওর আজ ছুটি, কেউ আবার আজ ছুটি নিয়েছেন। কিং খানের ছবি তাও আবার প্রথম দিন মিস করা যাবে না। কেউ সারারাত দুচোখের পাতা এক করেননি। সকাল হতেই যে শো, প্রস্তুতি আছে তো? বিরাট সাইজের মালা হোক বা নারকেল, শাহরুখকে স্বাগত জানালেন ভক্তরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-09-07-at-7.19.28-AM-1.jpeg)
আরও পড়ুন - মেট্রো থেকে সাঁওতালি গ্রাম, ‘জওয়ান’ হয়ে ওঠার আড়ালে কোটি কোটি টাকা খসেছে শাহরুখের!
আবার কেউ কেউ, শাহরুখের কাট আউট জড়িয়ে ধরেই উৎসবে মত্ত। কেউ পা ধরে শুয়ে পড়লেন, আবার কেউ খেলেন চুমু। আবার কেউ জোর হাত করে প্রণাম সেরে নিলেন। ভক্তদের কান্ড কারখানায় জেরবার জওয়ান শাহরুখ। নেহাতই তিনি শারীরিক ভাবে উপস্থিত নেই।
আরও পড়ুন - Jawan Box office: প্রথম দিনই বাজিমাৎ! ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর দেরি নেই ‘জওয়ানে’র
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-09-07-at-10.26.10-AM-1.jpeg)
ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ এমনই একজন, যার ছবির জন্য ভোর পাঁচটার শো রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শুধু সাধারণ মানুষরা নয়, টলিউডের পরিচালক থেকে তারকারাও কিং খানের শো দেখতে হাজির হয়েছিলেন। ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না। দেশ জুড়ে জওয়ান ঝড়!
শাহরুখ খান বলে কথা। সিনেমাহলে দেখা মিলল অবিকল শাহরুখের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদের। কেউ উঠে পড়লেন ছাদে, আবার কেউ উঠে পড়লেন ব্যানারের মাথায়। সব মিলিয়ে প্রথম দিনেই তুলকালাম।