Advertisment
Presenting Partner
Desktop GIF

ইরানি পরিচালক মোর্তেজার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া আহসান, শুরু শুটিং

কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

author-image
Sandipta Bhanja
New Update
Jaya Ahsan, Morteza Atashzamzam, Iranian director, Fereshta, জয়া আহসান, ফেরেস্তা, bengali news today

জয়া আহসান

'ডিন-দ্য ডে' খ্যাত ইরানি পরিচালক মোর্তেজা আজমজমের পরবর্তী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অতিমারীর সময় থেকেই বাংলাদেশে রয়েছেন অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলার বেশ কয়েকটি ছবি মিলিয়ে জয়ার হাতে বর্তমানে একাধিক কাজ। কখনও কলকাতা তো কখনও বা আবার ঢাকায়, সবমিলিয়ে নায়িকা এখন বেজায় ব্যস্ত। তার মাঝেই ইরানি পরিচালকের ছবিতে কাজের প্রস্তাব আসে।

Advertisment

মোর্তেজা পরিচালিত ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জয়া। সিনেমার নাম- 'ফেরেস্তা'। যার অর্থ ঈশ্বরের দূত। সেই সিনেমার শুটিং সদ্য শুরু হয়েছে ঢাকায়। টিমের চার সদস্য নিয়ে ইরানি পরিচালক তাই কখনও ঢাকার নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক, আবার কখনও বা বসুন্ধরার মতো লোকেশনে ছোটাছুটি করছেন।

<আরও পড়ুন: ‘Made In India’ ম্যানহোলের ঢাকনার সামনে পোজ প্রিয়াঙ্কার! দেশি গার্ল-এর কাণ্ডে শোরগোল>

publive-image

সোমবার-ই ঢাকার বসুন্ধরায় 'ফেরেস্তা'র শুট শুরু করেছেন জয়া আহসান। সঙ্গী বাংলাদেশের আরেক নায়িকা রিকিতা নন্দিনী শিমু। শুটের মাঝে সেট থেকেই দুই নায়িকার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানেই জয়াকে দেখা গেল কোলে বাচ্চা নিয়ে রিকশায় বসে থাকতে। পরনে লাল-হলুদ ছাপা সালোয়ার। সম্ভবত, ইরানিয়ান পরিচালকের ছবিতে অভিনেত্রীকে বস্তিবাসীর চরিত্রে দেখা যাবে।

বাংলাদেশ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের বিশেষ অনুমতিতে ২০ দিনের শিডিউলে শুটিং করবেন মোর্তেজা। মার্চ মাসের ১৩ তারিখেই সেই অনুমোদনে শীলমোহর বসিয়েছে সরকার। মোর্তেজার 'ফেরেস্তা' টিমেল জয়া আহসান ও রিকিতা নন্দিনী ছাড়াও অভিনয় করেছেন বৈরাম ফাজিল, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরাল এবং কাভাসের মতো খ্যাতনামা বাংলাদেশের অভিনেতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bangladesh Jaya Ahsan Entertainment News
Advertisment