scorecardresearch

বড় খবর

বড় পর্দায় আসছেন মিসির আলি, মুক্তি পেল দেবীর পোস্টার, জয়া আহসানে মুগ্ধ দুই বাংলা

হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে এখন শুধু আর বইয়ের পাতায় নয়, দেখা যেতে চলেছে বড়পর্দায়ও। সৌজন্যে জয়া আহসান প্রযোজিত ছবি দেবী।

দেবীর পোস্টারে নতুন রূপে জয়া আহসান
সদ্য ঘোষিত হয়েছে  কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জনের সিক্যুয়েল বিজয়াতেও থাকবেন জয়া আহসান। এবার মুক্তি পেল জয়ার নতুন ছবি দেবীর পোস্টার। পোস্টারে দেখে মুগ্ধ দুই বাংলার সিনেমা প্রেমী দর্শকরা। দেবীর মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অনম বিশ্বাসের।

বাংলাদেশে নির্মিত হলেও দেবী মুক্তি পাবে দু দেশেই। এ ছবিতে শুধুমাত্র অভিনেত্রী হিসাবে নয়, প্রথমবার জয়া আহসানকে দেখা যাবে প্রযোজকের ভূমিকাতেও।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে দেখা যাবে বিখ্যাত চরিত্র মিসির আলিকেও। মিসির আলির ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। দেবী উপন্যাসের রাণুর চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

আরও পড়ুন, ট্যুইটারে কীসের বার্তা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, দেখুন ভিডিও

জয়া আহসান ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ জাকির সহ আরও অনেককে। গতবছরই শেষ হয়েছে ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বাংলা নববর্ষের দিন মুক্তি পেয়েছে দেবীর টিজার।

আরও পড়ুন, হইচই আনলিমিটেডের হাত ধরে, দেব আবার শ্য়ুটিং জোনে!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jayaahashan debi poster