/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/jeet.jpg)
Jeet- কী খবর দিলেন আপডেট? ছবি-ইনস্টা
Jeet Boomerang: সাংস্কৃতিক উৎসব আর ইন্ডাস্ট্রিতে বড় কিছু হবে না, এও নিশ্চই সম্ভব না। অন্তত, জিৎ ( Jeet ) থাকতে তো একেবারেই না। অভিনেতা জিৎ জানিয়ে দিলেন তাঁর নতুন ছবি নিয়ে বিরাট খবর।
আজকে সরস্বতী পুজো। আর এই বিশেষ দিনই জিৎ জানালেন, তাঁর প্রথম সাই ফাই ছবির রিলিজ ডেট। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। পরনে কালো পোশাক, একটি উচ্চমানের বাইক চালিয়ে যাচ্ছেন জিৎ। শুটিং চলছিল সেই ছবির। আর, আজ তিনি জানিয়ে দিলেন কবে আসতে চলেছে সেই ছবি।
ছবির নাম বুমেরাং ( Boomerang )। এই প্রথম জিৎ এবং রুক্মিণী ( Rukmini Moitra ) একসঙ্গে জুটি বেঁধেছেন এই ছবিতে। বাংলা ছবির ক্ষেত্রে প্রথম সাই ফাই ছবি হতে চলেছে এটি। ফলে চমক তো থাকবেই। নতুন বছরের শুরুর দিকেই তিনি ঘোষণা করলেন ছবির রিলিজ ডেট। মে মাসের ১০ তারিখ তিনি রিলিজ করছেন এই ছবি।
আরও পড়ুন - Jeet: জিতের নয়া উপহারে মুগ্ধ ইন্ডাস্ট্রি, অভিনেতা চিনিয়ে দিলেন ‘লিটিল বসকে’
উৎসবের দিনেই ঘোষণা কেন?.
কিছু মাস আগেই রিলিজ করেছিল মানুষ। সেই ছবিতেও বেশ নতুন বার্তা দিয়েছিলেন তিনি। আর এবার, আবারও একটি দেদার কমার্শিয়াল ছবি কিন্তু, তাতে থাকছে নানা কিছু। যা বাংলার মানুষ আগে কোনও বাংলা ছবিতে দেখেনি। জিৎ জানিয়েছেন, তাঁর ভালবাসার মানুষদের কাছে তিনি সবসময় একটি কালচারাল আইকন, তাই এমন দিনে ভাল ঘোষণা না করে উপায় নেই।