Jeet Untold Stories: লাগাতার এত বছরের পরিশ্রমের পর, এখন যখন জিৎ সুপারস্টার অফ বেঙ্গল, তখন অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে তিনি হয়তো অতি সহজেই সবকিছু পেয়ে গেছেন। কিন্তু গল্পটা আসলে সেরকম নয়। একসময় বহু মানুষের, কটুক্তি এবং ঝড় ঝাপটা সামলে তিনি আজকের জিৎ হয়েছেন। শুধু তাই নয়, অসফলতার শীর্ষে ছিলেন তিনি, এখান থেকে সফল হওয়ার পথটা নেহাতই সহজ ছিল না।
এখন জিৎ মানে, সুপার ডুপার হিট বক্স অফিস, লাখ লাখ টাকার ব্যবসা দেবে একটা ছবি। জিৎ মানেই, এমন কিছু যা টলিউডের কেউ আগে করেনি। এবং তাঁর এই সাফল্যের পেছনে যারা রয়েছেন, তাঁরা হলেন তাঁর বাবা মা। সেকারণে, তাঁদের বাদ দিয়ে জীবনের কোনও মুহূর্তই ভাবতে পারেন না অভিনেতা। নিজের সমস্ত সফল জায়গায় বাবা মাকে সঙ্গে নিয়েই যান তিনি। এমনকি, যে বাড়িতে তিনি থাকেন, তাঁর সঙ্গে তাঁর বাবা মায়ের এক গভীর যোগ রয়েছে। যদিও বা, জিতের বাবা সহ প্রযোজক হিসেবে এখন সব ছবিতে থাকেন।
আরও পড়ুন - Sujan Neel Mukherjee: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? যা বললেন অভিনেতা..
কিন্তু, নিজের বাড়ির সঙ্গে বাবা মাকে এভাবেই জুড়ে রেখেছেন তিনি। তাঁর বাড়ির নাম কী? কেউ কি বলতে পারবেন? জিতের বাড়ির নাম শামিয়ানা। তাঁর বিলাসবহুল বাড়ির বাইরে নাম লেখা শামিয়ানা। কিন্তু এই নামের অর্থ কী? তাঁর বাড়ির বাইরে, একটি সুন্দর আর্ট ওয়াক করা, একদিকে একজন মেয়ের মুখ, অন্যদিকে ছেলের মুখ। মাঝখানে, গাছের গুঁড়ি দিয়ে বেঁধে রাখা একটা সংসার। জিৎ জানালেন, এই শামিয়ানা নামের অর্থ কী? অভিনেতা বলছেন...
"এটা বাবা মায়ের জন্যই, মানে তাঁদের উদ্দেশ্য করে বানানো। শামিয়ানার অর্থ, আমার মায়ের নাম সারদা, আর বাবার নাম মিঠুন আমার বাবার নাম। তাই শামিয়ানার অর্থ, সারদা এবং মিঠুর আশিয়ানা। এটা ধরে নিন, আমাদের বাবা মা, ওনাদের থেকেই আমরা সৃষ্টি হয়েছি। তাই এই বাড়ির নাম এরকম রাখা।"