Sujan Neel Mukherjee: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? যা বললেন অভিনেতা..

Sujan Neel Mukherjee: এবার সুজন নীল মুখোপাধ্যায়। তাঁকে নিয়েও একই খবর রটেছে। তিনি নাকি হার্ট অ্যাটাক করেছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন! এহেন ভয়ঙ্কর খবর কি আদৌ সত্যি?

Sujan Neel Mukherjee: এবার সুজন নীল মুখোপাধ্যায়। তাঁকে নিয়েও একই খবর রটেছে। তিনি নাকি হার্ট অ্যাটাক করেছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন! এহেন ভয়ঙ্কর খবর কি আদৌ সত্যি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sujan neel mukherjee / tollywood

নিজের শারীরিক অবস্থা নিয়ে যা দাবি করলেন তিনি... Photograph: (ফেসবুক )

Tollywood news: আজকাল সমাজ মাধ্যমের দুনিয়ায় কত কাণ্ডই না হয়! হুটহাট যেমন কাউকে মেরে ফেলা সম্ভব হয়, ঠিক তেমনই নানা ধরনের ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এবং তারপরই ব্যস্ত হয়ে ওঠেন, তাঁর ভক্তরা। হঠাৎ করে যদি কোনও মানুষের মৃত্যু খবর কেউ পায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। মাঝে মধ্যেই তারকাদের মৃত্যুর খবর মারাত্মক মাত্রায় ছড়িয়ে পড়ছে। এর আগে পরিচালক হরনাথ চক্রবর্তীকে নিয়ে এহেন খবর রটে।

Advertisment

আরও পড়ুন -  Anindya Chatterjee-Kilbil Society: টক্সিসিটির শেষ সীমায়, অনিন্দ্যর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন সৃজিত! চূড়ান্ত বিরক্ত নায়িকা...

পরিচালক হরনাথ চক্রবর্তীর স্ত্রী চলে যাওয়ার পরেই জানানো হয়, যে পরিচালক নিজেও নাকি গত হয়েছেন। তারপর এহেন মিথ্যে খবরে পরিচালক জানান, তিনি আজও বুঝে পেলেন না, যে কী করে এবং কেন তাঁকে মেরে ফেলা হল। আর এবার সুজন নীল মুখোপাধ্যায় ( Sujan Nee Mukherjee )। তাঁকে নিয়েও একই খবর রটেছে। তিনি নাকি হার্ট অ্যাটাক করেছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন! এহেন ভয়ঙ্কর খবর কি আদৌ সত্যি? কারণ, একটু গবেষণা করলে দেখা যাবে, তাঁর বাবা শ্রী অরুণ মুখোপাধ্যায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু এখন ভাল আছেন।

 আরও পড়ুন -  Sujan Neel Mukherjee: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুমন? এতদিনে জানা গেল আসল সত্যি

Advertisment

সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এহেন মন্তব্য করা হয়েছে। এবং বেশ কিছু ভক্তরা সেখানে তাঁর দ্রুত সুস্থ হওয়ার আরোগ্য কামনা করেছেন। কিন্তু, এই খবর যে সম্পূর্ন ভুয়ো এবং মিথ্যে একথাই জানিয়েছেন, অভিনেতা নিজেই। সংবাদ মাধ্যমে তিনি বিরক্তির সুরেই জানিয়েছেন... তাঁর কাছে এই খবর এসে পৌঁছেছে। সমাজ মাধ্যমে লিখতেও চেয়েছিলেন এই নিয়ে, কিন্তু হাস্যকর এই ঘটনা নিয়ে কী লিখবেন বুঝতে পারেননি। বাবার শারীরিক বার্তা নিতেই অনেকের ফোন এসেছিল। সেটা থেকে যে অপভ্রংশ করে এরকম বানিয়ে দেবে, তিনি কল্পনাও করতে পারেননি। এখানেই শেষ না...

তিনি আরও বলেন, "এগুলো অশিক্ষার পরিচয়। আমার হার্ট অ্যাটাক হয়েছে, এই খবর কে কীভাবে রটাল? কী করে এল এই খবর? আমি ভাবতেও পারছি না। এই ভাইরাল জগতে সবকিছু খুব ফেক হয়ে গিয়েছে। কেউ হয়তো ইচ্ছে করে করছে। খিল্লি করছে। আবার হতে পারে ভিউজের জন্য করছে।" অনেকেই অভিনেতাকে এই খবর দিয়েছেন, কিন্তু আপাতত, খুব হতাশ হয়ে রয়েছেন তিনি।

Entertainment News Today Entertainment News entertainment tollywood tollywood news