scorecardresearch

জিতের জন্মদিনে বড় ধামাকা! রক্তচক্ষু, বর্বরোচিত হাসিতে ধরা দিলেন ‘রাবণ’ অবতারে, দেখুন টিজার

সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন ‘বার্থডে-বয়’।

Jeet, Raavan, Bengali Cinema, Tollywood, জিৎ, রাবণ, বাংলা ছবি রাবণ, bengali news today
জিৎ এবার সিনেপর্দায় 'রাবণ'

অক্টোবর মাসেই নয়া সিনেমার কথা ঘোষণা করেছিলেন জিৎ (Jeet)। দশেরায় দশানন-বধের দিন প্রকাশ্যে এনেছিলেন ‘রাবণ’ (Raavan) সিনেমার পোস্টার। চোখেমুখে স্পষ্ট হিংস্রতা। লম্বা চুল। একগাল দাঁড়ি। কালো ঠোঁটের মাঝখান থেকে উঁকি দেওয়া দন্তরাজিতে বর্বরতার ছাপ। আদ্যোপান্ত খলনায়কের লুকে ধরা দিয়েছিলেন অভিনেতা। সেই পোস্টার দেখেই জিৎ-অনুরাগীদের উন্মাদনার পারদ চড়েছিল। তবে এবার নিজের ৪৩তম জন্মদিনে আরও বড় ধামাকা দিলেন অভিনেতা। মঙ্গলবার প্রকাশ্যে নিয়ে এলেন ‘রাবণ’-এর টিজার (Raavan Teaser)।

এই প্রথমবার পর্দায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে আভিনেতাকে। টিজারেও মিলল তার ঝলক। দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল বাংলা রিমেক ‘রাবণ’। যেখানে প্রথমবার ধূসর চরিত্রে নিজেকে তুলে ধরার চ্যালেঞ্জ নিতে চলেছেন জিৎ। রোমান্টিক হিরো কিংবা সাদামাটা সাধারণ ঘরের ছেলে বা বিজনেস ম্যান নয়, এবার পুরোপুরি অন্য ভূমিকায় অভিনয় করার জন্য জিৎ-কে যে কষিয়ে হোমওয়ার্ক করতে হতে পারে, তা বলাই বাহুল্য। পরিচালকের আসনে এমএন রাজ। যিনি এর আগে রাজা চন্দর সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সেই ছবির টিজারই প্রকাশ্যে এল মঙ্গলবার।

[আরও পড়ুন: Twitter কর্তা ডরসির বিদায়ে উৎফুল্ল ‘নিষিদ্ধ’ কঙ্গনা, বলছেন, ‘টা-টা কাকু’]

পরনে লম্বা ঝুলের কোটের বোতাম খোলা। উন্মুক্ত শরীর। চোখে-মুখে হিংস্রতা। গোটা হাতে আঁকা ট্যাটু। হাতে অস্ত্র। যেন এক মরণ খেলায় মাততে চলেছেন অভিনেতা। টিজারে এমন লুকেই আগুন ধরালেন বার্থডে-বয় জিৎ। কবে মুক্তি পাচ্ছে? আগামী বছর ২০২২ সালের ঈদের দিন আসছে ‘রাবণ’।

প্রসঙ্গত, পুরোদস্তুর মশালাদার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অবশ্য এর আগেও দেখা গিয়েছে জিৎ-কে। নেপথ্যে পরিচালক পাভেলের ‘অসুর’। এবার নিজের জন্মদিনে অনুরাগীদের নয়া ছবির উপহার দিলেন অভিনেতা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার জোয়ার। মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে নুসরত জাহান, দেব, ঋতাভরী চক্রবর্তীর মতো অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন জিৎকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jeet birthday raavan teaser out on actors 43 birthday