Jeet Untold Stories: তারকা হলেই কি সকলের সামনে ইগো দেখানো বাধ্যতামূলক? নাকি, নিজেকে সহজ পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই থাকা উচিত? জিৎ যখন এত বড় সুপারস্টার, তখন নিশ্চই তাঁর জীবনে একটু হলেও ইগো আছে? নিজেই তাঁর অভ্যাসের কথা স্বীকার করেছেন। নিতান্তই সহজ সরল মানুষটি সুপারস্টার হওয়ার পরও কি ইগো না রেখে থাকতে পারলেন?
আরও পড়ুন - Bollywood: বিয়ের আগেরদিনই অভিনেতা জানালেন বাড়ির পরিচারিকার সঙ্গে প্র…
তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এতবছর ইন্ডাস্ট্রিতে আছেন, নিশ্চই তাঁর ইগো আছে। একজন সফল সুপারস্টারের ইগো থাকা কি খুব স্বাভাবিক? উত্তরে অভিনেতা নিজেই দিলেন জবাব। তাঁর কাছে কাজটাই সব। ইগো বলতে তিনি কিছুই জানেন না। ইগোর বিন্দুমাত্র তাঁর কাছে কিছুই নেই। জিৎ একজন সুপারস্টার হওয়ার পরও তাঁকে একথা বলতে দেখলে বেশ অবাক হতে হয়। তিনি বলেন... "আমার একটুও ইগো নেই। বলা উচিত ইগো আমার কাছে জায়গা রাখে না।"
কিন্তু কেন নেই? কিভাবে নিজের ইগোকে আয়ত্বে রাখেন তিনি? সুপারস্টারের পক্ষে কি ইগো আয়ত্বে রাখা সম্ভব? উত্তরে জিৎ বললেন, "বইয়ের ভাষায় বলতে গেলে, আই মানে আমি হচ্ছে গিয়ে ইগো। আর আই লিখতে গেলে ইংরেজিতে সোজা লাইন টানতে হয়। আর সোজা লাইন মানে দুজনের মধ্যে একটা দেওয়াল তৈরি করে দেওয়া। আমি সেটা চাই না।" তবে, একটি ফর্মুলা তিনি মেনে চলেন। কিভাবে নিজেকে নিতান্তই সাধারণ রাখতে চান তিনি? উত্তরে জিৎ বলেন...
আরও পড়ুন - Saheb Bhattacharya on Thakurpukur Accident: ৮ বছরেও মেলেনি সাজা, ঠ…
"আমার চিন্তা ভাবনা যেটা বলে, যে নিজেকে একটা দ্রব্য বস্তু ভেবে নিন। এবং তাঁর পেছনে একটা আলোর রশ্মি আছে। সামনে একটা দেওয়ালে তাঁর ছায়া দেখা যাচ্ছে। পেছনে যে আলোর রশ্মি আছে, সেটাকে সাফল্য ভেবে নিন। কিংবা যেটা আপনি পেয়েছেন, সেটাকে লাইমলাইট ভেবে নিন। মানুষ যত সাফল্য পায়, তত সে ওই আলোটার দিকে চলে আসে। আর সেই ছবিটা যেটা দেয়ালে দেখা যায়, সেটা বড় হতে থাকে। আর মানুষটা ভাবে, আমি ওই বড় হয়ে যাওয়া ছবিটা। কিন্তু, না! লাইট সরিয়ে দাও, সব থেমে যাবে। মানুষটা যা, সেটাই থাকবে। আমার কাছে ইগো এটাই। আমার কাছে ইগো নেই, দূরে সরিয়ে রাখার ব্যাপার নেই।"
তথাকথিত, ফিল্মি মানুষটাও বাড়িতে যখন ফিরে যান তখন পরিবারের আপন মানুষগুলোই তাঁর কাছে সব। এমনকি, জিৎ এও জানান তাঁর বাড়িতে কী আছে আর কী নেই। অভিনেতার কথায়, "আমার বাড়িতে আমার বড় সাইজের একটাও ছবি নেই। পুরস্কার, অন্য একটি জায়গায় রাখা আছে। পুরস্কার আমার পছন্দ। আমার পরিবারের সকলে আমায় দারুণ সাহায্য করেন।"