New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/07/hLjOWGyQtTcfRNGDNpZz.jpg)
Jeet: কী এক ভয়ঙ্কর গল্প শোনালেন জিৎ Photograph: (Instagram)
Jeet: কী এক ভয়ঙ্কর গল্প শোনালেন জিৎ Photograph: (Instagram)
Jeet Told Unknown Stories: তিনি বাংলার সুপারস্টার। তার ছবির নাম ঘোষণা হলেই ভক্তদের উন্মাদনা থাকে দেখার মতো। কারণ তিনি জিৎ। দীর্ঘ এতগুলো বছর ধরে বাংলার মানুষকে যেভাবে তুমি মনোরঞ্জন করে এসেছেন, তাতে তিনি তারিফ পাওয়ার যোগ্য। কিন্তু অভিনেতা জিতের পাশাপাশি, কোথাও একটা ধার্মিক জিৎ লুকিয়ে আছে।
অভিনেতা ঈশ্বরের বিশ্বাসী। শুধু তিনি একা নন বরং তার গোটা পরিবারই, ভগবানের উপর বড্ড বিশ্বাস রাখেন। তাই তো Mashable India কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমাদের DNA এর মধ্যে ঈশ্বরপ্রেম রয়েছে। শুধু তাই নয়, তার বাবা যে এখনো সকালে হলেই কালীঘাট মন্দিরে যান সে কথাও তিনি নিজে মুখে জানিয়েছিলেন। যা খুশি হয়ে যাক কিন্তু কালী মায়ের আশীর্বাদ না নিয়ে দিন শুরু করেন না।" জিতের জন্ম হয়েছে কালীঘাটে। একসময় তো একদম মন্দির লাগোয়া এলাকায় থাকতেন। তাইতো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিরিজ রিলিজের আগে যখন তাকে ঈশ্বর ভক্তি নিয়ে জিজ্ঞাসা করা হলো, তিনি সাফ উত্তর দিলেন...
আরও পড়ুন - Sudip Mukherjee Divorce: পৃথার সঙ্গে বিয়ে নাকি ছেলেখেলা? এবার বিচ্ছে…
"আমাদের পুরো পরিবারের উপর, মায়ের আশীর্বাদ আছে। এবং আমরা যেটুকু সফল হতে পেরেছি, এটা তারই কৃতিত্ব।" এর পাশাপাশি এক অদ্ভুত ঘটনার কথা তিনি জানেন। বাংলার গ্রামে গ্রামে কিংবা মফস্বলে, ঠাকুরের ভর পরা বিষয়টা খুব পূণ্য হিসেবে দেখা হয়। বিশেষ করে কালীপুজো, কিংবা মা শীতলা অথবা মনসা পূজোর সময় এমন দাবি করা হয় যে অনেকের মধ্যেই মা দেখা দিয়েছেন। জিৎ সেরকমই একটি গল্প বললেন তাঁর ঠাকুমাকে নিয়ে। তখন তিনি বেশ ছোট। কিন্তু ঠাকুমার সঙ্গে কি হতো সেটা একেবারেই ভোলেননি। তাঁকে বলতে শোনা গেল...
"আমার ঠাকুমার সঙ্গে কি হত জানেন? কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু উনার মধ্যে এমন ক্ষমতা ছিল, ওই যে বলে না কারোর আত্মা কিংবা স্পিরিট কারোর উপর চলে আসে, উনার সঙ্গে ঠিক তাই হতো। আমরা নিজের চোখেই দেখেছি সেই ঘটনা। আমাদের সিন্ধিদের মধ্যে একজন গুরু আছেন, সাই ভসনগোট বাবা, উনার আত্মা চলে আসতো তাঁর মধ্যে। আমিও ছোটবেলায় দেখেছি সেই কান্ড। মানে ওনার গলার আওয়াজ পাল্টে যেত, আচরণ পাল্টে যেত। ওই জন্যই তো বললাম আমার DNA তে আধ্যাত্মিকতা আছে।"