Sudip Mukherjee and Preetha Chakraborty divorce: বিয়ে যেন ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে। মানুষ আজ বিয়ে করছেন, কয়েক বছর সংসার করছেন তারপরে এই বিচ্ছেদের ঘোষনা করছেন। বরং বলা উচিত বিচ্ছেদ বিচ্ছেদ খেলাটা যেন একটা অদ্ভুত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদ নিয়ে আবার খেলা হয়? কেন হয় না? ইন্ডাস্ট্রি বুকে লক্ষ্য করলে দেখা যাবে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে, রীতিমত মস্করা করা শুরু হয়ে গেছে।
বিয়ে কবে থেকে প্রাঙ্কের বিষয় হল? বিয়ের মতো সম্পর্ক নিয়েও মশকরা এবং রসিকতা করা যায়? বিয়ের মতো পবিত্র বন্ধনকে নিয়ে এভাবে ছেলে খেলা করা যায়? প্রশ্ন উঠছে অনেক। টলিপাড়ার এক অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী, বিবাহ বিচ্ছেদ নিয়ে যা কান্ড কীর্তি শুরু করেছেন, তাতে এই প্রজন্মের অনেকেরই বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এমনি বর্তমান প্রজন্মের মধ্যে, বিবাহ নামক বিষয়টির উপর আস্থা এবং ভরসা খুব কম। সেখানে বিবাহ বিচ্ছেদে নেপথ্যে যদি এই ধরনের কান্ড কীর্তি লুকিয়ে থাকে, তাহলে সত্যিই অবাক হতে হয়।
আরও পড়ুন - Rahul Banerjee on Thakurpukur Accident: 'সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ', ভয়ঙ্কর ক্ষুব্ধ রাহুল...
কিছুদিন আগেই, সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন তারা দুজনে আলাদা হয়ে গিয়েছেন। যদিও এরপর, সুদীপ মারফত জানা যায়, সম্পূর্ণ ঘটনাটাই নাকি এপ্রিল ফুল উইক এর সঙ্গে সম্পর্কিত। বোকা বানানোর সপ্তাহ চলছে বলেই, পৃথা এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তিনি শুটিংয়ে ছিলেন জানেন না কেন এই কাজটি পৃথা করেছেন। কিন্তু বর্তমানের গল্প একদম আলাদা। যে মানুষটি গতকাল জানিয়েছিলেন, তাদের নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, এবার তিনি আসল কথাটি জানিয়েছেন।
আরও পড়ুন - Shah Rukh Khan: মন্নত ছেড়ে অন্যত্র শাহরুখ, এরাও যে তাঁর নতুন পড়শি হবেন ভাবা যায়?
যদি ও তার পোস্টটি পেট থেকে ডিলিট করা হয়েছে। কী লিখেছিলেন তিনি সেই পোস্টে? সেখানে লেখা ছিল, "এবং এই ঘটনা সত্যি যে আমি এবং পৃথা আলাদা পথে হাঁটছি। কিন্তু সমস্ত বিষয়টাই খুব ব্যক্তিগত। আমি কোনদিন চাইনি যে আমাদের ব্যক্তিগত বিষয়টা সমাজ মাধ্যমে উঠুক। তাই আমি এটিকে রাখঢাক করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু মানুষ, পৃথাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ও আমার সন্তানদের মা। এবং আমি ওকে যথেষ্ট শ্রদ্ধা করি। এবং আমরা বন্ধু হয়ে থাকবো। তবে যাই হোক না কেন আমি সম্পূর্ণ বিষয়টাকে খুব ব্যক্তিগত স্তরেই রাখতে চেয়েছিলাম।"
/indian-express-bangla/media/post_attachments/7e7a9f51-076.jpg)
যদিও অভিনেতার এই পথে ডিলিট করা হয়েছে, তারপরও প্রশ্ন উঠছে, যখন লিখতেই পারলেন তাহলে বিষয়টা ডিলিট করলেন কেন? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, আদৌ বিয়ে নাকি ছেলে খেলা - ঈশ্বরই জানেন।