ঈদে মুক্তি পাচ্ছে জিতের 'সুলতান দ্য সেভিয়ার'

সুলতান দ্য সেভিয়ার নিয়ে এবছর ঈদেই আসছেন জিৎ। তার আগেই প্রকাশ্যে এল ছবির টিজার পোস্টার।

সুলতান দ্য সেভিয়ার নিয়ে এবছর ঈদেই আসছেন জিৎ। তার আগেই প্রকাশ্যে এল ছবির টিজার পোস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবছর ঈদে পর্দা কাঁপাতে আসছেন টলিউডের 'বস' জিত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি সুলতান দ্য সেভিয়ারের টিজার পোস্টার। রাজা চন্দের পরিচালনায় এছবিতে জিতকে আবার দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায়।

Advertisment

Advertisment

জিতের আগের ছবি ইন্সপেক্টর নটি কে বক্সঅফিসে তেমন ফল করতে পারেনি। তবে সেই ছবি মুক্তি পাওয়ার পরপরই শুরু হয়েছিল সুলতান দ্য সেভিয়ারের শুটিং। ছবিটির  শুটিং হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে। রাজা চন্দের এই ছবির প্রযোজনা করছেন তিনটি প্রযোজনা সংস্থা- জিৎস ফিল্মওর্য়াকস, সুরিন্দর ফিল্মস এবং বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন,হইচই আনলিমিটেড: দেবের গন্তব্য এবার উজবেকিস্তান

ছবিতে জিৎকে দেখা যাবে একজন কার ড্রাইভারের ভূমিকায়। গল্পে একটি ঘটনাকে ঘিরে বদলে যায় তাঁর জীবন। সিনেমাটির স্ক্রিপ্ট সম্পর্কে এর চেয়ে বেশী তথ্য এখনও অব্দি পাওয়া যায়নি।  এছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। মিম এছবিতে অভিনয় করবেন একজন আইনজীবীর চরিত্রে। এছাড়াও এ ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা সরকারও।

ছবিটির টিজার মুক্তির পরপরই বেশ সাড়া মিলেছে তাঁর ফ্যানেদের কাছ থেকে। টলিউডের এই অন্যতম কমার্সিয়াল হিরোও উত্তরে ট্যুইটারেই উচ্ছাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, অঙ্কুশের আগামী ছবি ডি ফর ডান্সও রিলিজ হচ্ছে একই দিনে। সুতরাং, জিতের সুলতান দ্য সেভিয়ারকে কড়া টক্করের মুখে পড়তে পারে।

jeet sultan the saviour