Jeetendra-shobha 50th Anniversary: ৮২- এ ফের মালাবাদল বলিউডের এককালীন বিশিষ্ট অভিনেতা জিতেন্দ্রর। সোমবার পরিবার, কাছের মানুষ, বন্ধুবান্ধব নিয়ে ঘরোয়া অনুষ্ঠানেই হয়েছে মালাবদল। বিদ্যা বালানের ডার্টি পিকচর-এর পপুলার গান 'Oo Lala'-র তালে গার্লস গ্যাংয়ের জমিয়ে নাচলেন জিতেন্দ্রর মেয়ে। কী, মনের মধ্যে অন্য প্রশ্ন দানা বাঁধছে? না না, আসলে সোমবার ছিল জিতেন্দ্র ও তাঁর স্ত্রী শোভা কাপুরের ৫০তম বিবাহবার্ষিকী।
আর এই ৫০টা বছর একসঙ্গে কাটানোর পর সেই বিশেষ দিনের নস্ট্যালজিয়ায় ভেসে মালাবদল করেছেন তারকা দম্পতি। সমাজমাধ্যমের পাতায় মা-বাবার জীবনের সেই বিশেষ মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন একতা কাপুর। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে ঋদ্ধি ডোগরা, মাহিপ কাপুর, নিলম কোঠারি সহ রুপোলি জগতের অনেকেই সেলিব্রেশনের সাক্ষী থেকেছেন। গার্লস গ্যাংয়ের সঙ্গে একতার নাচের ভিডিও-ও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে মালাবদলের সময় জিতেন্দ্র-শোভা দুজনেই লাজুক হেসে যেন ফিরে গিয়েছিলেন সেই পুরনো দিনে। মালাবদলের সময় মজা করে মাথা সরিয়ে নিচ্ছিলেন যাতে শোভা একবারে পরাতে না পারেন, ঠিক যেমন বিয়ের মন্ডপে করেছিলেন। সেই সময় সেলেব কাপলের উপর হয়েছে পুষ্পবৃষ্টি। স্পেশ্যাল কেক কেটে ৫০ তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন জিতেন্দ্র-শোভা। সকলের সঙ্গে কোমড় দুলিয়েছেন খোদ জিতেন্দ্রও।
মুম্বইয়ের কৃষ্ণা বাংলোতে জিতেন্দ্র-শোভার ৫০তম বিবাহবার্ষিকীর আয়োজন করা হয়েছিল। বড় পর্দা থেকে টেলি দুনিয়ার স্টাররাও এসেছিলেন। সোনালি বেন্দ্রে, অনিল কাপুর, পদ্মিনী কোলাপুরী, ডেভিড ধাওয়ান, ক্রিস্টেল ডিসৌজা সহ আরও অনেকেই জিতেন্দ্র-শোভার জীবনের এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
আরও পড়ুন : ২০২৪ কেমন কাটল মধুমিতার? বর্ষশেষের ১৪ দিন আগে আবেগপ্রবণ পোস্ট পাখির
সেলিব্রেশনের ছবি-ভিডিও শেয়ার করে ক্রিস্টেল লিখেছেন, 'গতকাল রাতটা ভালবাসা-আনন্দে পরিপূর্ণ ছিল। এভারগ্রিন স্বামী-স্ত্রীর সঙ্গে দারুণ একটা সময় কাটালাম।' মা-বাবাকে ৫০ তম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন একতাও। সম্প্রতি একতার প্রযোজনা সংস্থার তরফে মুক্তি পেয়েছে দ্য সবরমতী রিপোর্ট যা দর্শকমহলে বেশ ভালই সাড়া ফেলেছে।