Madhumitha Sarcar Post: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত নাম মধুমিতা সরকার। ছোট পর্দা থেকে জার্নি শুরু। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন। বড় পর্দা থেকে সিরিজ, মধুমিতায় মজে অনুরাগীরা। এই বছরটা মধুমিতার কাছে একটু একস্ট্রা স্পেশ্যাল। কারণ চলতি বছরের মধুমিতার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত।
মহাষ্টমীর দিনই দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন ছোট পর্দার পাখি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অতীত ভুলে নতুন শুরু করতে চলেছেন অভিনেত্রী। আর মাত্র কয়েকটা দিন, তারপরই ২০২৫। নতুন স্বপ্ন নিয়ে নতুন দিন শুরু করবে ১৩ থেকে ৮৩। সেই তালিকায় রয়েছেন টলি ক্যুইন মধুমিতা সরকারও। তার আগে ফিরে দেখলেন ২০২৪।
সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় অভিনেত্রী। সমাজমাধ্যমের পেজে ২০২৪-এর সুন্দর মুহূর্তের কোলাজ বানিয়ে মনের কথা শেয়ার করলেন মধুমিতা। তিনি লিখছেন, 'বছর তো শেষ হবেই। সেটাকে তো আর আমি আটকাতে পারব না। তবে ২০২৪-এ যা যা ঘটল সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। সেই সঙ্গে কঠোর পরিশ্রম আর সকলের প্রতি ভালবাসা-কৃতজ্ঞতা'।
২০২৪ প্রসঙ্গে মধুমিতার উপলব্ধি, 'আমার সৌভাগ্য যে জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। ভাল কাজ, ভালবাসা যা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আমি বিশ্বাস করি এই বছরে আমার সঙ্গে যা ভাল হয়েছে সবটাই ঈশ্বরের কৃপা। এই বছরটা আমাকে শিখিয়েছে কী ভাবে ছোট ছোট জিনিসে খুশি হতে হয়'।
অভিনেত্রীর সংযোজন, 'জীবনের উপর ভরসা রাখতে শিখিয়েছে ২০২৪। এই বছরটা আমাকে শিখিয়েছে যদি নিজের উপর বিশ্বাস-আস্থা থাকে তাহলে একটু ধৈর্য্য ধরতে হবে। সঠিক সময় ঠিক জিনিসটা আমারই হবে। সব কিছুর জন্য আমি এই মহাবিশ্বকে, যারা আমাকে ভালবাসে তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। ১৪ দিন পরই ২০২৪ শেষ। নতুন বছর ২০২৫-কে সবাই মিলে স্বাগত জানাব।'
আরও পড়ুন: সুমিতের বাহুলগ্না ঋতাভরী, শীতের আমেজে জমে ক্ষীর প্রেমিকযুগলের আদুরে আলাপ