Advertisment
Presenting Partner
Desktop GIF

১৪ অগাস্টের প্রস্তুতি চলছে, আগাম আভাস সুপারস্টার জিতের

১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে জিতের নতুন ছবি 'প্যান্থার'। তারই টিজার প্রকাশ্যে আনলেন জিৎ। তাঁর একান্নতম ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
jeet

নতুন ছবির প্রস্তুতিতে নায়ক।

সকালে পোস্টার মুক্তি পাচ্ছে তো বিকেলে টিজার। বোঝাই যাচ্ছে পুরোদমে কাজ চলছে পরের প্রজেক্টের। ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে জিতের নতুন ছবি 'প্যান্থার'। তারই টিজার প্রকাশ্যে আনলেন জিৎ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর পঞ্চাশতম ছবি শেষ থেকে শুরু। এবার একান্নতম ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ।

Advertisment

‘প্যান্থার’-এ জিতের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা দাসকে। এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করছেন না শ্রদ্ধা। এর আগে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এ অভিনয় করেছেন তিনি। ছবির নামের ট্যাগলাইন ‘হিন্দুস্তান মেরি জান’, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে দেশভক্তির আবহ তৈরি করবেন জিৎ।

Advertisment

আরও পড়ুন, ‘মিতিন মাসি’-র জন্য প্রস্তুতি শুরু কোয়েলের

ছবিতে গোয়েন্দা সংস্থার গোপন প্রতিনিধি হিসাবে কাজ করবেন জিৎ। তবে যেহেতু স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে এই ছবি সুতরাং আন্দাজ করা যাচ্ছে দেশাত্মবোধের গল্পই বড়পর্দায় দেখতে পাবে দর্শক। ছবির পোস্টারও সেই দিকেই ইঙ্গিত করছে।

মুম্বইয়ে একটি বোম্ব ব্লাস্টের ঘটনা থেকেই শুরু হবে কাহিনি। জিৎ ছাড়াও ‘প্যান্থার’-এ দেখা যাবে কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়। নেতিবাচক ভূমিকায় রয়েছেন সৌরভ চক্রবর্তী।

tollywood Bengali Cinema jeet
Advertisment