Jeetu On Shyam Benegal Death: চলচ্চিত্র জগতে একের পর এক নক্ষত্রপতন। বছর শেষে টলিউড থেকে বলিউডে শুধুই খারাপ খবর! জীবনাবসান পদ্মশ্রী প্রাপ্ত কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগালের। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় চসচ্চিত্র জগতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগাল।
মেয়ে পিয়া বেনেগাল মৃত্যুর খবর নিশ্চিত করতেই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার জনপ্রিয় অভিনেতা জীতু কমল। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত পরিচালককে স্যার সম্বোধন করে তাঁর জীবনে শ্যাম বেনেগালের অবদানের কথা উল্লেখ করেছেন। জীতু লিখেছেন, 'শ্যাম বেনেগাল স্যারের এক অমূল্য উক্তি যা আমার বাকি জীবন মনে থেকে যাবে। কোনওদিন অভিনয় ছাড়বে না। খুব শিগগিরই দেখা হবে স্যার।'
বাংলার পরিচালক অনীক দত্তের নির্দেশনায় অপরাজিত ছবিতে সত্যজিতের চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন জীতু। বড় পর্দায় জীতুর অভিনয় প্রশংসিত হয়েছিল। ২০২২-এর ১৩ মে মুক্তি পেয়েছিল ছবিটি। তার আগে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে অপরাজিত-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।
সেখানেই সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমলের (Jeetu Kamal) অভিনয়ের তারিফ করেছিলেন একাধিক জাতীয় পুরস্কারজয়ী ও পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল। অপরাজিত ছবির পরিচালক শ্যাম বেনেগাল সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি শেয়ার করে সে কথা নিজেই জানিয়েছিলেন। অপরাজিত-র সুবাদেই শ্যাম বেনেগালের সঙ্গে পরিচয় জীতুর।
তাই কিংবদন্তী পরিচালকের মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। এ ছাড়াও ছিল কিডনি সংক্রান্ত সমস্যা। তবে ৯০ তম জন্মদিনো ধুমধাম করে পালন করেছিলেন তিনি।
পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গেই বিশেষ দিনটি কাটিয়েছিলেন প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, অভিনেতা কুলভূষণ খরবন্দা, দিব্যা দত্ত, শাবানা আজমি, শশী কপূরের ছেলে কুণাল কাপুর, অতুল তিওয়ারি ও রজিত কপূর।
২০২৩-এ মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি 'মুজিব: দ্য মেকিং অফ এ নেশন'। অসুস্থায় জর্জরিত থাকলেও কর্মজগৎ থেকে কিন্তু, মোটেই সরে আসেননি। ডায়ালিসিসের জন্য তাঁকে হাসপাতালেও যেতে হত।