বউ মানে আসলেই কী? জিতু কামাল বাৎলে দিলেন আসল কথা। একদিকে, বউয়ের থেকে আলাদা রয়েছেন এতগুলো মাস, তাও তাঁর চিন্তা ছাড়তে পারছেন না! সেকি কথা! ঘুমের ঘোরেও...
ঘুমের ঘোরেই বউ মানে কি একথা বলেই বিপদে পড়লেন তিনি। নবনীতার সঙ্গে বিচ্ছেদ বিতর্ক, কিন্তু বউকে নিয়ে একটা কথাও শুনতে নারাজ তিনি। এরইমধ্যে, বউয়ের আসল সংজ্ঞা সকলের সামনে প্রকাশ্যেই জানিয়ে দিলেন তিনি। প্রশ্ন ছিল এমনই, যে বউকে ইংরেজিতে কী বলে? আড়মোড়া ভাঙতে ভাঙতেই তিনি জবাব দিলেন, টেনশন! অর্থাৎ বিপদ...
একটি রিলস ভিডিওর মাধ্যমেই তিনি দাম্পত্যের ব্যাখ্যা দিলেন। যদিও, বউ মানেই টেনশন একথা বলার পরেই নিজেকে সামলে নিলেন তিনি। শুধু তাই নয়, টেনশনের রেশ টেনেই এও বললেন, তুমি টেনশন নিও না। আমি বলছি তো বউয়ের ইংরেজি অর্থ হল পত্নী। আমতা আমতা সুরেই একথা বলার পর বুঝলেন যে আর বেশি দেরি নেই অশান্তি ধেয়ে আসতে।
আরও পড়ুন - সুকেশ মামলায় আইনি গ্যাঁড়াকলে জ্যাকলিন, চুপিসারে কাজ সারলেন নোরা ফতেহি
যদিও, জিতুর এই ভিডিও দেখে অনেকেই বুঝে উঠতে পারছেন না কেন হঠাৎ এমন একটি ভিডিও বানাতে গেলেন তিনি। শেষ কিছুমাস তো আলাদাই আছেন বউয়ের থেকে। আইনি বিচ্ছেদ আজও হয়নি। মাঝেমধ্যেই, একজন অপরজনকে উল্লেখ করে পোস্ট পর্যন্ত করেন। অভিনেতার বউ প্রীতি দেখে অনেকেই প্রশংসায় ভরিয়েছেন। আবার কেউ কেউ, সোজা জানতে চেয়েছেন ব্যাপারটা কী?