মানহানি, মামলা মোকদ্দমা... বলিপাড়ায় এঘটনা নতুন নয়। শেষ বছরে, সুকেশ চন্দ্রশেখর মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফতেহির। আর বারবার সেই অভিযোগ অস্বীকার করেছেন নোরা। প্রকাশ্যে জ্যাকলিনের সঙ্গে যুদ্ধেও নামেন তিনি। আর এবার...
এক হিরোইনকে সরিয়ে অন্য হিরোইনের ছবিতে পাকা জায়গা করে নেওয়া, এও বহুবার হয়েছে। তবে, এবার দুই নায়িকা, যারা কিনা একে অপরের উপস্থিতিও সহ্য করতে পারেন না, তারাই একাজ করলেন। ক্র্যাক ছবির শুটিং শুরু হয়েছিল গত বছর। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন, জ্যাকলিন। অন্যান্যের মধ্যে বিদ্যুৎ জামাওয়াল এবং অর্জুন রামপাল। শুরুতে এই ছবির প্রযোজনা সংস্থা ছিল বিদ্যুতের নিজের প্রোডাকশন। কিন্তু, সেটি টি সিরিজের কাছে হস্তান্তর হতেই বাদ পড়লেন জ্যাকলিন।
সুকেশ চন্দ্রশেখর মামলায় আদালতে হাজিরা দিতে হয় মাঝেমাঝে। সার্কাস ছবিতে দেখা গিয়েছে জ্যাকলিনকে। এছাড়াও ভুত পুলিশ ছবিতেও তাঁকে দেখা যায়। কিন্তু নোরার সঙ্গে তাঁর শত্রুতা সুকেশ চন্দ্রশেখর মামলাকে ঘিরেই। এবার জ্যাকলিনকে টি সিরিজের ছবি থেকে ছাঁটাই করলেন নোরাই। তিনিই জুড়েছেন এই ছবির সঙ্গে। বারবার একটি কথাই অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে, এই মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কেবল আসল দোষীদের ওপর থেকে নজর সরাতেই তাঁর নাম নেওয়া হয়েছে।
আরও পড়ুন - Pori Moni : কলহ নাকি চরম হাতাহাতি! রক্তারক্তির আসল কারণ ব্যাখ্যা করলেন পরীর স্বামী রাজ
ঘটনা প্রসঙ্গে নোরা মানহানির মামলা দায়ের করেন জ্যাকলিনের বিরুদ্ধে। ইডি সংক্রান্ত মামলায় তাঁর নাম জড়াতেএ নোরা জানান, এর সঙ্গে কোনও সম্পর্ক তাঁর নেই। একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমায় সুকেশের সঙ্গে জড়ানো হচ্ছে। মিডিয়ার সামনে আমায় বলির পাঁঠা বানানো হচ্ছে।
উল্লেখ্য, নোরা বর্তমানে বলিউডের আইটেম গার্ল থেকেই নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁকে লিড অভিনেত্রী হিসেবে নানা ছবিতে দেখা যাচ্ছে। অন্যদিকে, জ্যাকলিন, হিট ছবির সংখ্যা বেশ কম। শুধু তাই নয় বেশ কয়েকটি ছবি থেকে আইনি সংঘর্ষের কারণে বাদ পড়েছেন তিনি।