/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/jeetu-1.jpg)
জিতু-নবনীতা
জিতু নবনীতার পোস্ট ঘিরে চারিদিকে শুধু বিতর্ক। অনুরাগীদের দাবি, একে অপরকে বার্তা দিতেই ছবির ক্যাপশন এমন বেছে নিচ্ছেন তাঁরা। খবর এমনই যে জিতুকে না জানিয়েই বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তিনি। তবে, এবার জিতুর একটি পোস্ট ঘিরে জোরালো চর্চা...
আপাতত, গ্রেট ব্রিটেনের মাটিতে শুটিংয়ে ব্যস্ত জিতু। একাধিক নতুন কাজ, কিন্তু আদৌ মন ভাল আছে তো তাঁর? তিন মাস আলাদা থেকেছেন তাঁরা। নবনীতা নিজের দায়িত্বে ঘোষণা করেছেন আলাদা হওয়ার কথা। যদিও, জিতুর নাকি এতে সম্মতি ছিল না। এবার, সমুদ্রের ধারে দাঁড়িয়ে এমন একটি কথা তিনি বললেন যাতে চমকে যেতে হয়। একদিকে, যখন নবনীতা এদিক ওদিক শান্তি খুঁজে বেড়াচ্ছেন। তখনই সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের সামনে দাঁড়িয়ে এক বিরাট মন্তব্য জিতুর।
আরও পড়ুন < ‘সরকারি গাড়ি নিয়ে ভণ্ডামি…!’ ব্যক্তিগত কাজে নীলবাতি নিয়ে এলেন নুসরত, তারপর? >
আরও পড়ুন < Kajol : এতবছরের কেরিয়ারে পলিসি ব্রেক, অনস্ক্রিন চুমু খেলেন কাজল! >
পরনে সাদা টিশার্ট, রোদচশমা.. পোজ দিলেন ছবির জন্য। কিন্তু ক্যাপশনে লিখলেন, "তুমি আমায় ঘেন্না করতে পারো, কিন্তু আমায় উপেক্ষা করতে পারবে না।" বেশিরভাগের ধারণা, এই মন্তব্য তিনি নবনীতাকে উদ্দেশ্য করেই লিখেছেন। তাঁর বাচ্চা বউয়ের কাণ্ডে মাঝেমাঝেই সমস্যায় পড়েন। তাঁকে সামলাতে কত কিছুই না করতে হয় জিতুকে। এদিকে, অনুরাগীরা বলছেন, ওকে যেতে দিও না! আর যাই করো।
টেলিভিশনের পর্দা থেকেই জনপ্রিয়তা শুরু। তারপর, অপরাজিত ছবিতে সত্যজিতের ভূমিকায় কাপিয়ে দিয়েছেন তিনি। সামনে অনেকগুলো রিলিজ। নতুন ছবির কাজে ব্যস্ততা। অন্যদিকে, ধারাবাহিকের কাজে ব্যস্ত নবনীতা। যদিও, তাঁদের মধ্যে সবকিছু মিটমাটের অপেক্ষায় রয়েছে সকলে।