Advertisment

'চরিত্র একবার হারিয়ে গেলে…', বিতর্কের মাঝেই জিতুর বিস্ফোরক ইঙ্গিত নবনীতার দিকে?

আবারও নয়া মন্তব্য জিতুর!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu kamal, nabanita das, jeetu kamal divorce, jeetu kamal news, jeetu kamal call off his wedding, nabanita das broken relationship, jeetu nabanita, জিতু-নবনীতা, বিয়ে ভাঙছে জিতু-নবনীতার?, jeetu nabanita divorce, টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জিতু-নবনীতা

জিতু নবনীতার সম্পর্কের চর্চা এখন চারিদিকে। এত বছরের বৈবাহিক দাম্পত্যে চিড়! যদিও, জিতু জানিয়েছিলেন, নিজের স্ত্রীকে নিয়ে কিছুই শুনতে চান না। তবে, আজ এতদিন পর ফের আবার নতুন মন্তব্য করলেন তিনি।

Advertisment

মাঝেমধ্যেই, দুজনে দুজনকে নিয়ে নানা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নবনীতা জানিয়েছিলেন, জিতুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন নিয়েও বরকে জিতিয়ে ছিলেন নবনীতা। জানিয়েছিলেন, দুজনের মধ্যে কোনরকম সম্পর্ক নেই। আবার, কানাঘুষো এমনও খবর যে নবনীতা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! টেলিভিশনের কাজের ব্যস্ততার সঙ্গে সঙ্গে মনে কাউকে ধরেছে নাকি অভিনেতার?

আরও পড়ুন < বাবার পয়সা ধ্বংস করছেন সুহানা! চ্যারিটি করতে গিয়েও ফ্যাসাদে শাহরুখ কন্যা… >

এতদিন বউয়ের হয়েই নানা কথা বলেছিলেন জিতু। তবে, এবার তাঁর গলায় অন্য সুর। চরিত্রের কথা তুললেন অভিনেতা। কাকে উল্লেখ করে বললেন একথা। অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মাথায় হাত বেশিরভাগের। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে লেখা, তুমি যখন তোমার টাকা হারিয়ে ফেল, তখন কিছুই হারায় না। তুমি যখন তোমার স্বাস্থ্য হারিয়ে ফেলি তখনও কিছুই হারাও না। কিন্তু, তুমি যখন তোমার চরিত্র একবার হারিয়ে ফেল তখন সবকিছু ধ্বংস হয়ে যায়।

উল্লেখ্য, শুটিং, অপরাজিতর সিঙ্গাপুর স্ক্রিনিং এর পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন। অভিনেতা এরমধ্যে বউয়ের জন্মদিন উপলক্ষে মনের কথা জানিয়েছিলেন। মাস দুয়েক আগে নবনীতা বিচ্ছেদ ঘোষণা করলেও, তাঁর বউ যে নিতান্তই ছোট একথাও জানিয়েছিলেন জিতু। তবে, একসঙ্গে থাকা তো দূর, এখন কেরিয়ারে নতুন দিক উন্মোচনের পালা তাঁর।

tollywood Entertainment News Nabanita Das Jeetu Kamal
Advertisment