জিতু কমল আবারও বিস্ফোরক। তিনি আবারও মুখ খুলেছেন। লাগাতার তিনি কিছু না কিছু বলেই যাচ্ছেন। আর জি কর কান্ডের প্রতিবাদে তিনি সরব। নয়তো কাউকে কটাক্ষ করছেন, নয়তো সত্যের হয়ে জবাব চাইছেন। এবারও যা বলেন...
কিছুদিন আগেই অভিনেতা সাবাসী দিয়েছিলেন পশ্চিমবঙ্গের জনগণকে। তাঁরা রাস্তায় আন্দোলনে নেমে যে দেখিয়ে দিলেন তাতে তিনি আপ্লুত। তারপর, সন্দীপ ঘোষের গ্রেফতারির পর তিনি প্রথম ব্রেকথ্রু লিখে পোস্ট পর্যন্ত করেন। তবে, আজ টলিপাড়ার এক সদস্যা এবং বাঙ্গালির বুদ্ধিজীবীদের একজনকে নিয়েই তিনি যা বললেন, তাতে তাঁকে সালাম ঠুকছে দুনিয়া।
কাকে কী বললেন জিতু?
সেই ব্যক্তিটি আর কেউ নয়, বরং অপর্ণা সেন। অভিনেত্রী যেদিন প্রথম আন্দোলনে নেমেছিলেন, সেদিন তাঁকে চটিচাটা বলে উল্লেখ করে সাধারণ মানুষ। তাঁর পরেও তিনি থামেননি। সেদিনের মহা মিছিলে যোগ দেন অপর্ণা। স্লোগান দেন। এমনও জানান, মন থেকে কষ্ট পেয়েছেন বলেই এই বয়সেও লড়াইয়ে শামিল হয়েছেন। কিন্তু জিতু, এসব দেখে চুপ থাকার পাত্র না। তিনি সোজাসুজি অপর্ণা সেনের দুটি ছবি পোস্ট করে যা লিখলেন....
রাস্তায়/মিছিলে দেখলেই, তৃণমূলী দাদারা জিজ্ঞেস করুন "দিদি তুমি কার?” সিপিএম দাদারা জিজ্ঞেস করুন "দিদি তুমি কার?” বিজেপি দাদারা জিজ্ঞেস করুন"কত খরচে তুমি আমার?” (*আমার অর্থ দলের)
Posted by Jeetu Kamal on Wednesday, September 4, 2024
তাহলে কি প্রশ্নটা অপর্ণা সেনের উদ্দেশ্যে করলেন তিনি? বাংলার বুদ্ধিজীবিদের তালিকায় আগে থেকেই তিনি নাম লিখিয়ে রেখেছেন। আর এবার অভিনেত্রীর দলীয় রং এবং রাজনীতি নিয়েই জিতু প্রশ্ন তুললেন। যে পোস্টটি তিনি করেছেন, তাতে লেখা... "রাস্তায়/মিছিলে দেখলেই, তৃণমূলী দাদারা জিজ্ঞেস করুন "দিদি তুমি কার?” সিপিএম দাদারা জিজ্ঞেস করুন "দিদি তুমি কার?”বিজেপি দাদারা জিজ্ঞেস করুন "কত খরচে তুমি আমার? আমার অর্থ দলের।"
উল্লেখ্য, এই পোস্টে জিতুকে এক ভক্ত লিখছেন, যতটুকু জানি বা শুনেছি ২০১১ এর আগে পরিবরতন চাই বলে রাস্তায় বহু মানুষের মধ্যে উনিও ছিলেন। আর এর উত্তরে জিতুও জানালেন, "শঙ্কর সামন্ত নামে একজন রাজনৈতিক ব্যক্তির, তিনি শহীদ। তার বেদী লাথি মেরে ভেঙে দিয়েছিলেন।" একদিকে যেমন তিনি বাহবা পেয়েছেন আবার কেউ কেউ তাঁকে সোজা সাপটা আক্রমণ করতে দেখে এও বলেছেন, আপনি একটু ঠাণ্ডা মাথায় পোস্ট করুন।