জিতু কমল সমাজ মাধ্যমে নানা ধরনের বক্তব্য রাখতে থাকেন। তিনি বেশ সক্রিয় নিজের কাজের ক্ষেত্রে এবং সমাজ মাধ্যমে উভয় ক্ষেত্রেই। তবে এবার যা বলে বসেছেন তিনি, তাতে না হেসে উপায় নেই। জিতু ঘুরতে গিয়েছিলেন, সেখানে গিয়েই এমন একজনের সঙ্গে তাঁর আলাপ হল, যার জেরে চমকে গিয়েছেন।
জিতু সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, সত্যজিৎ রায়ের ভূমিকায়। অনীক দত্তর পরিচালনায়, অপরাজিত ছবিতে তিনি ম্যাস্ত্র রায়ের ভূমিকায় অভিনয় করেই তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই চরিত্রের জেরেই তাঁকে অনেকে পর্দার সত্যজিৎ নামেই চেনেন। কিন্তু না, এবার তাঁকে এমন কিছু বলা হল, যাতে করে অভিনেতা নিজের সমাজ মাধ্যমে পোস্ট করতে বাধ্য হলেন।
কিছুদিন আগেই কাজে বাগডোগরা গিয়েছিলেন তিনি। সেখানেই এক ব্যক্তি সন্দ্বীপ ঘোষ বলে সম্বোধন করেন জিতুকে! আরজি কর কান্ডের পর সন্দ্বীপ ঘোষ নামটি যে চর্চায় রয়েছে, বা যে সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হয়েছেন তাতে করে কাউকে এই নামে ডাকা হলে রাগ হবে স্বাভাবিক। জিতুর সঙ্গে কী ঘটেছে আসলে? অভিনেতা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন একটি পোস্ট। যেখানে তিনি লিখছেন...
"পরশু বাগডোগরা এয়ারপোর্টে নেমেছি,এক ভদ্রলোক দৌড়ে আমার সঙ্গে দেখা করতে এলেন। হাত মেলালেন। কথার টোনে সামান্য হিন্দি ছাপ। বললেন-“জিতু কামাল,আপনাকে সন্দীপ ঘোষের চরিত্রে খুব ভালো লেগেছে”। এরপর আমি তিন ঘণ্টার মেডিটেশনে ছিলাম। আসলে কী ঘটেছে ঘটনা? এই প্রসঙ্গে যাকে সাক্ষী রেখেছেন তিনি তাঁর সঙ্গেই যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
দেখুন সেই পোস্ট...
হাসতে হাসতে তিনি বললেন, "আসলে তখন জিতু দা সদ্য বাগডোগরা নেমেছেন। এবার, হঠাৎ একজন ভদ্রলোক তিনি এলেন, বললেন তিনি নাকি প্রোডিউসার এবং অভিনেতা। উনি আমায় এসে জিজ্ঞেস করলেন, উনি জিতু কমল না? অভিনয় করেন তো। একটা সেলফি তোলা যাবে? তারপর, হঠাৎ করেই বলে বসেন সন্দ্বীপ ঘোষের ভূমিকায় আপনাকে ভাল লেগেছে। হয়তো উনি বলতে চেয়েছিলেন সত্যজিৎ রায়। কিন্তু শুনে তো দাদা অবাক। আমায় জিজ্ঞেস করলেন, উনি কি সন্দ্বীপ ঘোষ বললেন?"
উল্লেখ্য, আরজি কর কান্ডে যেদিন সন্দ্বীপ ঘোষ গ্রেফতার হলেন, সেদিন জিতুর পোস্টে ঠিক একই নামের ব্যক্তি, অর্থাৎ সন্দ্বীপ ঘোষ নামের এক ব্যক্তি মন্তব্য করেছিলেন। সেই দেখে চমকে উঠেছিলেন জিতু। মজার সুরেই বলেছিলেন, "চমকে গিয়েছিলাম মশাই।" প্রসঙ্গত, অভিনেতাকে আসন্ন বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে। এসকে মুভিজের সঙ্গে অনেকগুলো ছবিতে দেখা যাবে তাঁকে। যার মধ্যে আমি আমার মত, বাবুসোনা অন্যতম।