Jeetu Kamal-Tollywood: গতকাল রাতে সমাজ মাধ্যমে ফের আলোচনার রেশ ফেলে দেন অভিনেতা জিতু কামাল। তাঁকে দেখা যায় এক নায়িকার সঙ্গে। বরফে মোড়া চাদর এবং চারপাশে বেশ একটা রোমান্টিক আবহ। জিতু কি ফের একবার প্রেম করছেন? নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি?
বেশ কিছুদিন আগেই তাঁকে সম্পর্কে বিচ্ছেদ ঘোষনা করতে দেখা গিয়েছে। নবনীতার ( Nabanita Das ) সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন ২০২৩ সালে। তারপর থেকে সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি জিতুকে। নিজের কাজকে প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা গিয়েছে, সমস্ত বিতর্ক থেকে দূরে থেকেছেন তিনি। তাহলে বা বড় দেড়েক পর, কার সঙ্গে বরফে মোড়া শহরে গিয়েছেন তিনি?
পাশে এক নারী, দুজনেই সামনের দিকে তাকিয়ে আছেন, জিতুর কাছে এই মুহূর্ত ভীষণ রোমাঞ্চদায়ক। অভিনেতা সারাজীবন এই ঘটনা মনে রেখে দেবেন। জিতু নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন দুটি ছবি। তিনি লিখছেন তাতে, "তোমার সঙ্গে শুরু করা এই নতুন জার্নি আমার কাছে খুব চিত্তাকর্ষক, গোটা বিশ্বকে ধন্যবাদ।" এদিকে, জিতুর পাশে এক নারীকে দেখেই বেশিরভাগ শুরু করে বেন প্রশ্ন, তাঁদের দেখা গেল এমনই জিজ্ঞেস করতে, নতুন কারওর সঙ্গে সম্পর্কে জুরেছেন কিনা?
কিন্তু, সেই নারী চরিত্রকে দেখলে বোঝা যায়, অনেকটাই সে দিতিপ্রিয়ার ( Ditipriya Roy ) মত। একথা অনেকেই জানেন যে তাঁরা দুজনে একসঙ্গে কাজ করছেন। কিন্তু এই ছবিতে কি সত্যিই তিনি? একথা জানতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সকাল সকাল ফোন করা হয়েছিল, দিতিকে। তিনি শুটিং সেরে ফিরেছেন কাশ্মীর থেকে। ফোন তুলেই তিনি বলেন, আমি ছবিটা দেখিই নি। তারপর সেটি দৃষ্টিগোচর হতেই, তিনি বলেন...
"ওহ! মেয়েটাকে তো আমার মতই দেখতে, তাহলে আমিই। একথা তো অনেকেই জানেন যে আমি আর জিতু দা শুটিং করতে গিয়েছিলাম। বিষয়টা হচ্ছে ওখানে আমি আর কোনও মেয়েকে সেভাবে ছবি তুলতে দেখিনি... ( হাসি )।" তাঁর মানে এটুকু বোঝা গেল যে না জিতু আবার নতুন করে প্রেম করছেন না। বরং পুরোটাই শুটিংয়ের জন্য। উল্লেখ্য, অভিনেতা বর্তমানে নতুন কাজের সঙ্গে সঙ্গে শ্রাবন্তীর সঙ্গে নিজের ছবি রিলিজের অপেক্ষায়।