RG Kar Case-Tollywood: আরজি কর কাণ্ডের একবছর, 'অ্যানিভারসারি গেমে' নারাজ চৈতি! অনিন্দ্য বলছেন, 'রাস্তায় নামার..'

RG kar case: এই একটা বছরে আদৌ কোনও বিচার হল? আগামীকাল শুধু আরজি করের একবছর নয়, বরং হিন্দু শাস্ত্র অনুসারে, আগামীকাল রাখিবন্ধন উৎসব। এই বন্ধনে রক্ষা করা হয়। এই বন্ধনে ভাইবোনের রক্ষার শপথ নেওয়া হয়।

RG kar case: এই একটা বছরে আদৌ কোনও বিচার হল? আগামীকাল শুধু আরজি করের একবছর নয়, বরং হিন্দু শাস্ত্র অনুসারে, আগামীকাল রাখিবন্ধন উৎসব। এই বন্ধনে রক্ষা করা হয়। এই বন্ধনে ভাইবোনের রক্ষার শপথ নেওয়া হয়।

author-image
Anurupa Chakraborty
New Update
RG kar case one year passed chaiti Ghoshal anindya Chatterjee reacts on it

যা হচ্ছে একবছর ধরে...

আগামীকাল আরজি করের, ঘটনার এক বছর। কিন্তু, কোথাও কোনও বিচার হল কি? আদৌ এই একটা বছরে, একজন নির্যাতিতা তাঁর হারানো সম্মান কিংবা, যেভাবে একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল, তাতে অনেকেই নানা প্রশ্ন তুলছে। একবছর পর, কিছুই কি পাল্টাল না? সেসময় অনেক তারকাই নেমেছিলেন রাজপথে। সারারাত জেগে আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, কেউ কেউ অনশন পর্যন্ত করেছিলেন। তাঁর মধ্যে চৈতি ঘোষালের নাম উল্লেখযোগ্য।

Advertisment

এই একটা বছরে আদৌ কোনও বিচার হল? আগামীকাল শুধু আরজি করের একবছর নয়, বরং হিন্দু শাস্ত্র অনুসারে, আগামীকাল রাখিবন্ধন উৎসব। এই বন্ধনে রক্ষা করা হয়। এই বন্ধনে ভাইবোনের রক্ষার শপথ নেওয়া হয়। আর, অভয়া হয়ে উঠেছিলেন সকলের ঘরের মেয়ে। তাঁকে বোনের মতো দেখেছিলেন সকলেই। কিন্তু, আগামীকাল এই একবছর পরে,  আবারও, রাস্তা জুড়ে জমায়েত হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা অভিনেত্রী চৈতি ঘোষালের কাছে, এই প্রশ্ন করতেই, তিনি বলছেন... "এই অ্যানিভারসারি গেম আমার পছন্দ হচ্ছে না। তাঁর থেকেও বড় কথা, অনেক মানুষ আমার কাজ নিয়ে না, আমার এই ধরনের মন্তব্য নিয়ে জানতে চায়। আমার কিছু বলার নেই এই নিয়ে। আমি শিল্পী, আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব। কিন্তু, বাকি আর কিছু করার নেই।"

Bengali Movie Hall List: প্রাইম টাইমে শো পাবে না বাংলা ছবি? সোজাসাপ্টা দেব বললেন, 'এটা খুব হতাশা'

Advertisment

এদিকে, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, তিনিও এই নিয়ে আলোচনা তুলেছেন। একবছর আগে, কলকাতার রাস্তায় মানুষ জমা হয়েছিলেন। তাঁরা একটি মানুষের হয়ে বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন। আর এবছর, কলকাতার রাস্তা বলে সেভাবে কিছুই নেই। চারিদিকে জলমগ্ন। এদিক ভেঙেছে, ওদিক আধা খুবলে গিয়েছে। যানবাহন চলাচলের সঙ্গে সঙ্গে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এবং, এই নিয়েই অনিন্দ্য মিলিয়ে দিয়েছেন সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনাকে। আজ আর রাস্তায় নামার মত রাস্তার পরিস্থিতি নেই। তিনি বলছেন...

"আর.জি. কর কাণ্ডের প্রায় এক বছর। প্রতিবাদে, দলমত নির্বিশেষে কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল। এখন সেসব অতীত। তখনও রাস্তায় নামার জন্য রাস্তা ছিল। এখন ‘রাস্তা’ বলতে যা বোঝায়, তার কিছু অবশিষ্ট এদিক-ওদিক পড়ে রয়েছে।"

tollywood Anindya Chatterjee Chaiti Ghoshal RG Kar Case