Jeh-Saif: 'এটা বিছানায় রাখবে যখনই...', বাবার উপর দুষ্কৃতী হামলা দেখে সইফকে কী দিল একরত্তি জেহ?

Jeh Gift To Saif: ছুরিকাঘাতের ঘটনার পর প্রথমবার মুখ খুললেন ছোটে নবাব। সইফ আলি খানকে কী বিশেষ উপহার দিল ছোট্ট তৈমুর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sfsgvds

ছুরিকাঘাতের ভয়াবহ ঘটনা দেখে সইফকে কী দিল একরত্তি জেহ?

Saif Ali Khan Case Update: ১৫ জানুয়ারি বুধবার মধ্যরাতে বাড়িতে ঢুকে পতৌদি নবাব সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলা চালায়। সম্প্রতি 'বম্বে টাইমস'-কে দেওয়া সাক্ষাৎকারে সেই ভয়ংকর রাতের অভিজ্ঞতা শেয়ার করেন। কী ভাবে হেঁটে হাসপাতালে ঢুকেছেন, দ্রুত সুস্থ হচ্ছেন? ট্রোলের জবাব দিয়েছেন সইফ আলি খান। প্রসঙ্গত, সেই রাতে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল একরত্তি জেহ।

Advertisment

সইফ যখন ওই দুষ্কৃতীর হাত থেকে পরিবারকে রক্ষা করে রিয়েল লাইফ এজেন্ট বিনোদ হয়ে উঠেছেন তখন সুযোগ বুঝে ছোট ছেলেকে সেখান থেকে বের করে অন্যত্র নিয়ে যান নবাব বেগম করিনা কাপুর খান। চোখের সামনে এমন ভয়াভয়তা দেখে ছোট্ট নবাব জেহ-র কী প্রতিক্রিয়া ছিল? সইফ বলেন, 'আমাকে প্লাস্টিকের তলোয়ার দিয়ে বলেছিল এটা তোমার বিছানায় রাখ। যখন চোর আসবে মারবে।'

তিন বছরের ছোট্ট সোনার থেকে এমন উপহার পেয়ে আপ্লুত সইফ। বাবার প্রতি ছেলের এমন ভালবাসা দেখলে সত্যিই তো মন ভাল হয়ে যাওয়ারই কথা। জেহ সইফকে বলেছিল, 'গীতা আব্বাকে বাঁচিয়েছে আর আব্বা আমাকে। তৈমুর নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত। সারা ইব্রাহিমও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ইব্রাহিম আমার সঙ্গে সবসময় থেকেছে। কঠিন সময়ে পরিবারের সকলে একসঙ্গে ছিল এটাই খুব আনন্দের। তবে এই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছিল।'

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন সইফ। রুটিন চেকআপের জন্য লীলাবতী হাসপাতালেও গিয়েছিলেন অভিনেতা। ভয় কাটিয়ে পরিবারের সদস্যরাও এখন অনেকটাই স্বাভাবাকি। জেহ এখন অনেকটাই ছোট, তবে তৈমুরের বয়স যেহেতু ৬ তাই ভাইয়ের থেকে সামান্য পরিণত। চারপাশের পরিস্থিতি একটু একটু করে বুঝতে শিখেছে। তাই বাবার নিরাপত্তা নিয়ে দুই ছেলেই বেশ চিন্তিত। করিনা কাপুর প্রসঙ্গে সইফ বলেন, 'ও ভীষণ সাহসী কিন্তু, ওই সময় খুব ভয় পেয়ে গিয়েছিল। নিরাপত্তা নিয়ে চিন্তিত।'

Advertisment

আরও পড়ুন: করিনার রহস্যময় পোস্টের পর ফের হাসপাতালে সইফ, কেমন আছেন বাস্তবের 'এজেন্ট বিনোদ'?

saif ali khan Kareena Kapoor Khan Jeh saif ali khan injury saif ali khan Health Updates