/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/305167796_1699988517054666_2900966525825949707_n.jpg)
জাহ্নবীর স্বীকারোক্তি
বাবা মা যদি সুপারস্টার হন, তাহলে আলাদা ধরনের একটা চাপ থেকেই যায় ছেলেমেয়ের ওপর। তাদের বলিউড ডেবিউ হোক অথবা মাঝেমধ্যে ক্যামেরা ইন্টারেকশন, কখনও কখনও তো সোজাসুজি তুলনা টেনেও নানান মন্তব্য করে থাকেন নেট নাগরিকরা। আর এই ঘটনা নতুন নয় স্টারকিড জাহ্নবী কাপুরের জীবনে।
মা শ্রীদেবী সুপারস্টার হওয়ার সুবাদে প্রথমেই আঙ্গুল উঠেছিল জাহ্নবীর অভিনয়ের দিকে। না তো মায়ের মত দেখতে, না তো তাঁর মত অভিনয়...শুরুর দিকে এহেন কথা শুনেছেন বহুবার। বলিউডে পা রাখার পর থেকে ঢের শিক্ষা হয়েছে অভিনেত্রীর। অনেককিছু যেমন শিখেছেন তেমন পাকাপোক্ত করেছেন নিজের জায়গাও। মানুষের মন্তব্য নিয়ে আর বেশি ভাবেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুরুর দিন সম্পর্কে বললেন...
"আমার ক্ষেত্রে হয়তো মানুষের প্রতিক্রিয়া শুরুর থেকে একটু অন্যরকম ছিল। বিশেষ করে মায়ের জন্য তো প্রচুর মানুষের নজরে ছিলাম। তবে, আশা করছি এখন অনেকেই আমার অভিনয়কে প্রাধান্য দেয়। আমার অনেক শিক্ষা হয়েছে। জানি না যেটা বলছি সেটা মানুষকে আঘাত করবে কি না কিন্তু আমি সবসময় বিশ্বাস করতাম একটা আলাদারকম চাপ রয়েছে আমার ওপর। আমার দিকে যে আঙ্গুল তুলবে লোকজন সেটা জানতাম। আমি বেশি হাসলেও দোষ, মুখ ভার থাকলেও দোষ। কখনও বলবেন দেখেছ কতটা ডেসপারেট আবার কখনও বলবেন, দেখেছ কি অহংকারী"।
আরও পড়ুন < বনির পর প্রিয়াঙ্কার কুন্তল কানেকশন! অভিনেত্রীর জন্য বড় কথা টলিউড প্রযোজকের >
জীবন সবসময় একরকম থাকে না। অভিনেত্রীর কথায়, "মানুষের কথাবার্তা এবং মন্তব্যও একরকম থাকে না। তিনি নিজের শিক্ষার ঝুলি উজাড় করেই বললেন, একটা কথা জানবেন আজ যদি সংবাদপত্রের শিরোনামে থাকেন তাহলে কাল সেই পাতাই লোকজন জঞ্জালে ফেলে দেবেন। যেটা থেকে যাবে আমরা নিজেকে নিয়ে কী ভাবি"!
উল্লেখ্য, দীর্ঘ বেশ কিছু ছবির পরেই নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন জাহ্নবী। গুঞ্জন সাক্সেনা কিংবা মিলি ছবিতে অভিনয় করার পড়ে তাঁর প্রতি দর্শকদের নজর একটু বদলেছে। আপাতত, দক্ষিণের বিরাট বাজেট ছবি সাইন করে ফেলেছেন তিনি। জুনিয়র এন টি আর এর সঙ্গে দেখা যেতে চলেছে তাঁকে।