Advertisment
Presenting Partner
Desktop GIF

বনির পর প্রিয়াঙ্কার কুন্তল কানেকশন! অভিনেত্রীর জন্য বড় কথা টলিউড প্রযোজকের

দুর্নীতিতে নাম উঠেছে প্রিয়াঙ্কার, অভিনেত্রীর হয়ে সুর চড়ালেন রানা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kuntal ghosh, priyanka sarkar, ed, kuntal ghosh ED

প্রিয়াঙ্কা প্রমান করবেই...বিরাট স্বীকারোক্তি টলি প্রযোজকের

প্রিয়াঙ্কার হাসপাতালের বিল মিটিয়েছেন কুন্তল! এই নিয়ে চরম চর্চা। তাঁর ঘনিষ্ঠ টলিউডের চার অভিনেত্রী! এসবের পরেও চুপ রয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার তাঁর হয়েই গলা ফাটিয়েছেন প্রযোজক রানা সরকার।

Advertisment

কিছুদিন আগেই চূড়ান্ত অ্যাকসিডেন্ট থেকে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা। বেশ কয়েকদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। নিয়োগ দুর্নীতি বিতর্কে নাম উঠেছে প্রিয়াঙ্কার। তিনি নাকি কুন্তল ঘনিষ্ঠ। রিপোর্ট বলছে, কুন্তলের তরফে বেশ কিছু উপহার পেয়েছেন প্রিয়াঙ্কা। তবে, এবার সেই প্রসঙ্গেই হাওয়ায় উড়িয়ে দিলেন রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সমর্থনে কলম ধরেছেন তিনি। তাঁর কথায়, প্রিয়াঙ্কা এসব সাতে পাঁচে নেই। অভিনেত্রীকে হেলায় টানাটানি করা হচ্ছে।

এই প্রসঙ্গে এখনও মুখ খোলেন নি প্রিয়াঙ্কা। কিংবা আর চার অভিনেত্রী কারা? সেই নিয়ে আজও ধোঁয়াশা। তবে প্রিয়াঙ্কার প্রতি সুর নরম করেই রানা বললেন..."প্রিয়াঙ্কা প্রমান করে দেবে ও কোনো অন্যায়ের সঙ্গে নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ও লেনদেনের অভিযোগ এনে তার কোনো সারবত্তা নেই বলে আমার ধারণা। দীর্ঘদিন প্রিয়াঙ্কাকে যারা কাছে থেকে দেখেছে তারা জানে প্রিয়াঙ্কা অত্যন্ত সংবেদনশীল, ভদ্র, Disciplined একজন অভিনেত্রী যাকে নিয়ে ফিল্ম ইন্ড্রাস্টির কারো কোনো খারাপ অভিজ্ঞতা নেই। প্রিয়াঙ্কা একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী, ভালো মনের মানুষ , supermom এবং নিজের শর্তে বেঁচে থাকা একজন নারী। যেসব ঘটনার কথা বলে প্রিয়াঙ্কার সঙ্গে কুন্তল ঘোষের যোগোযোগের কথা বলা হচ্ছে তার মধ্যে একটা হলো accident-এর হসপিট্যাল খরচ নাকি কুন্তল ঘোষ দিয়েছে যা সর্বৈব মিথ্যা, আমি জানি কারণ ওই accident-এর রাতে আমি উপস্থিত ছিলাম এবং এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি। দরকার পড়লে এই বিষয়ে আমি সাক্ষ্য দিতে পারি"।

আরও পড়ুন < বিচ্ছেদ-প্রেম, নিন্দুকদের বাঁকা চোখ! টলিপাড়ার গসিপ গায়েই মাখেন না শোলাঙ্কি? >

এখানেই শেষ নয়। কুন্তল একজন প্রযোজক তাই তাঁর সঙ্গে সেলেবদের ওঠাবসা থাকতেই পারে বলেই দাবি করেছেন রানা সরকার। অভিযোগ এনেছেন মিডিয়ার বিরুদ্ধেও। তাঁদের কারণেই নাকি টলিউডের একঝাঁক তারকা জড়িয়ে পড়ছে এই দুর্নীতিতে! এতে অভিনেতা অভিনেত্রীদের মানসিক ক্ষতি হচ্ছে বলেই দাবি করছেন তিনি।

প্রিয়াঙ্কা অবৈধভাবে টাকা নেওয়ার মানুষ নন। তাঁকে দীর্ঘদিন চিনি... রানা সরকারকে যেমন সমর্থন করেছেন অনেকে। তেমনই তাঁকে নানান কথায় বিধেওছেন। যদিও, এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রাক্তন স্বামী রাহুল জানিয়েছিলেন, সবরকমভাবে ওর সঙ্গে আছি। যদিও এই ঘটনা বিশ্বাস করি না।

WB SSC Scam priyanka sarkar tollywood Entertainment News
Advertisment