Advertisment
Presenting Partner
Desktop GIF

Jhumur: শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা আদৌ সুরক্ষিত? নারীশক্তি উদযাপনের অন্য কাহিনি 'ঝুমুর'

Jhumur Bengali Movie: নারীশক্তি সর্বত্র উদযাপন করা হয়। কিন্তু, সত্যিই নারী সুরক্ষিত? সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে আসছে ঝুমুর মুর্মূ।

author-image
Kasturi Kundu
New Update
নারীশক্তি উদযাপনের অন্য কাহিনি 'ঝুমুর'

নারীশক্তি উদযাপনের অন্য কাহিনি 'ঝুমুর'

Jhumur Movie: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের এই লড়াইয়ের গল্প বলবে ঝুমুর। এই চরিত্রে অভিনয় করেছেন নবাগাতা রাজশ্রী। সিনেমার পোস্টারেই নজর কেড়েছেন পর্দার ঝুমুর মুর্মূ। এই ছবিতে অভিনয় করেছেন টলিপাড়ার নামজাদা অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন লাবণী সরকার থেকে সাহেব চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় থেকে রাজেশ শর্মা এবং 'খাদান' খ্যাত জন। একজন মেধাবী ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাজশ্রী। খেলাধুলোতেও অত্যন্ত ভাল। শহর কলকাতায় এসে একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জীবনটা বদলে যায়। নতুন শহর, নতুন বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম সবকিছু জীবনে এসেছে কিন্তু, বিশ্ববিদ্যালয়েরই এক বান্ধবীর আত্মহত্যার পরই গল্পে আসে নয়া মোড়। 

Advertisment

গ্রাম্য মেয়ে ঝুমুরের মনে প্রশ্ন জাগে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা আদৌ সুরক্ষিত? জঙ্গলের মানুষখেকো শিয়ালের সঙ্গে লড়াই করতে ওস্তাদ ঝুমুর। কিন্তু, শহুরে আদপকায়দার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে? শক্ত হাতে লড়াই করতে পারবে ঝুমুর? ১০ জানুয়ারি সেই গল্পই বড় পর্দায় দেখবে বাংলা ছবির দর্শক। আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করাটা নেহাতই মুখের কথা নয়। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে নবাগতা ঝুমুরকে। পর্দায় আদিবাসী মেয়ের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কী কী করেছেন রাজশ্রী?

Advertisment

 তিনি জানিয়েছেন, 'ঝুমুর ছবিতে অভিনয় করা আমার কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। প্রায় দু- বছর সময় লেগেছে নিজেকে তৈরি করতে। এই ছবিতে আমি একজন আদিবাসী মেয়ের ভূমিকায় অভিনয় করছি। চরিত্রকে রপ্ত করার জন্য আমি দিনের পর দিন আদিবাসী গ্রামে গিয়ে পড়ে থেকেছি। সেখানকার ভাষা, আদব কায়দা সবটাই আমায় শিখতে হয়েছে'। 

আরও বলেন, 'এমনকি ট্রেনারের কাছে মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা, কবাডি, ফুটবল, সবকিছুই শিখেছি। বাংলায় এটা প্রথম ছবি যেখানে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই দেখানো হচ্ছে। এটি বেশ নতুনত্ব। ঝুমুর আসলে নারীশক্তির কথা বলে। পুরুষের ওপর নির্ভর করে নয়, নারীকে নিজেই হাতে অস্ত্র তুলে নিতে হবে। ১৭ জানুয়ারি মুক্তি পাবে ঝুমুর। এবার বড়পর্দায় হবে নারীশক্তির উদযাপন।'

প্রসঙ্গত, বর্তমান সমাজ যখন নারীশিক্ষার জয়গান করে সেই সময়েই আবার চোখে চোখে পড়ে নারী বিপন্নতার দিকটাও। সাম্প্রতিক সময়ে সত্যিই নিরাপদ নারীসমাজ? সেই প্রেক্ষাপটেই নতুন গল্প 'ঝুমুর' দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে সেটা তো সময় বলবে। এই ছবিতে সংগীতও একটা বড় ভূমিকা পালন করবে। ঝুমুরের মিউজিক লঞ্চের অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলেছেন শিল্পী সুজয় ভৌমিক, অণ্বেশা দত্ত গুপ্তা, কল্পনা পটওয়ারি, পৌষালী বন্দ্যাপাধ্যায় ও মধুরা ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Bengali Actor
Advertisment