Sara Sengupta Bollywood Debut: যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার দাম্পত্যে চিড়! দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা, এমন খবরই ভাসছে টলিপাড়ার বাতাসে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্টও রয়েছে নীলাঞ্জনার, যা থেকে যীশুর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন একেবারে স্পষ্ট হয়ে যায়। একদিকে যখন টলিপাড়ার একদা পাওয়ার কাপল যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর, তখন অন্যদিকে সারা সেনগুপ্তর বলিউডে ডেবিউয়ের কানাঘুষো। খোদ ভাইজান যীশু কন্যাকে লঞ্চ করছেন বলেই শোনা যাচ্ছে। খবরের সত্যতা জানতে সারার মা নীলাঞ্জনার সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়।
এই প্রশ্ন করতেই কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেন নীলাঞ্জনা। শনিবার বিকেলের এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সারা সেনগুপ্তের পোস্ট। ইনস্টা স্টোরিতে নিজেই জানিয়েছেন আদৌ তিনি বলিউডে আত্মপ্রকাশ করছেন কিনা। সারার পোস্ট অনুযায়ী, এই খবর একেবারে ভিত্তিহীন। ভবিষ্যতে মুম্বইয়ে কাজের ইচ্ছে থাকলেও আপাতত মডেলিংয়েই পুরোপুরি মনোনিবেশ করতে চান যীশু কন্যা। ইনস্টা স্টোরিতে ঠিক কী লিখেছেন সারা?
/indian-express-bangla/media/post_attachments/0c4f93c5-710.jpg)
তিনি লেখেন, 'হাই! আমি আজ এখানে কিছু জিনিসের সত্যতা নিয়ে কথা বলতে এসেছি। কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই। ইদানিং এমন কিছু আর্টিকল আমার নজরে এসেছে যেখানে বলা হয়েছে আমি নাকি বলিউডে ডেবিউ করতে চলেছি। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান। তবে এই মুহূর্তে মডেলিংয়েই মন দিতে চাই। আমি জানি না কী ভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল। শুধু এটুকু বলতে চাই এই খবরের কোনও সত্যতা নেই। সকলের দিন ভাল কাটুক।'
টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি সারার। ছোট্ট উমার চরিত্রে 'উমা'-য় সারার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। বসয়ে অনেকটাই ছোট সারা সেনগুপ্ত। অল্প বয়সেই বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য মার্জার সরণিতে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন যীশু কন্যা। পড়াশোনার পাশপাশি মডেলিংও করেছেন সারা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। বন্ধুদের সঙ্গে আউটিং থেকে ফটোশ্যুটের নানা মুহূর্তের আপডেট দেন বড় পর্দার 'উমা'।