Advertisment

বলিউড বায়োপিকে যিশু সেনগুপ্ত, বিপরীতে বিদ্যা বালান

শকুন্তলা দেবীর বায়োপিকে প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবিতে নাকি তাঁরই স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশুকে সেনগুপ্তকে।

author-image
IE Bangla Web Desk
New Update
jisshu vidya

যিশু সেনগুপ্ত ও বিদ্যা বালান। ফোটো- সোশাল মিডিয়া

যিশুর 'বর্ণপরিচয়' মুক্তি পেয়েছে সম্প্রতি। হাতে একদম সময় নেই অভিনেতার। শুটিং চলছে 'সড়ক টু' ছবির। পরের পর প্রজেক্ট হাতে, বেজায় ব্যস্ত যিশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, বিদ্যা বালানের বিপরীতে একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি। শকুন্তলা দেবীর বায়োপিকে প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ছবিতে নাকি তাঁরই স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশুকে।

Advertisment

শকুন্তলা দেবী একজন লেখিকা এবং তাঁকে ক্যালুলেটর মানুষও বলা হয়ে থাকে। ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে ভারতে ফিরে বিয়ে করেন আইপিএস অফিসার পরিতোষ বন্দ্যোপাধ্যায়কে। যদিও ১৯৭৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। অনু মেননের পরিচালনায় এই ছবিতে বিদ্যা বালান রয়েছেন সেই গণিতজ্ঞের ভূমিকায়। এখনও প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়নি ছবির। খুব তাড়াতাড়িই শুটিং ফ্লোরে আসতে চলেছে শকুন্তলা দেবীর বায়োপিক।

আরও পড়ুন, করণের পার্টিতে নেশাগ্রস্ত অবস্থায় তারকারা দাবি বিধায়কের, পাল্টা দিলেন কংগ্রেস নেতা

বিগত কিছু বছরে বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন যিশু। সম্প্রতি নেটফ্লিক্সে দেখা গিয়েছে সুজয় ঘোষের পরিচালনায় 'টাইপরাইটার'-এ। কঙ্গনা রানাওয়াতের বিপরীতে 'মণিকর্নিকা' ছবিতেও কাজ করেছেন যিশু। হায়দরাবাদে একটি নতুন তেলুগু ছবির শুটিং করেছেন কিছু দিন আগে। যদিও এটিআরের বায়োপিকের মাধ্যমেই তেলুগু ছবিতে হাতেঘড়ি হয়ে গিয়েছে অভিনেতার। আর সেই ছবিতেই বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছেন যিশু।

jisshu sengupta
Advertisment