Mamata Banerjee-CCL: দীর্ঘ এতবছর পর, CCL জিতেছে টলিউড তারকারা। বেঙ্গল টাইগার্স কামাল করে দেখিয়েছে। শুধু তাই নয়, এবার তারা ট্রফি নিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে।
Advertisment
দিদি একেই অসুস্থ। তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা। কিন্তু কাজে একটুও খামতি রাখছেন না তিনি। CCL জয়ের ট্রফি নিয়ে তারা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) বাড়িতে। এবং যীশু ( Jisshu Sengupta ) আবদার করলেন দিদির কাছে। দিদি কি কথা রাখলেন?
মুখ্যমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিয়েই অধিনায়ক যীশু বললেন, এটা আমরা তোমার বাড়িতে রাখতে চাই। কিন্তু, তিনি একেবারেই এই বিষয়ে রাজি নয়। বরং, সোজা বললেন নানা, এটা টলিউডে রাখো। আমার বাড়িতে একেবারেই না। প্রথমে যদিও যীশু রাজি হচ্ছিলেন না। কিন্তু, পরে মাননীয়া বোঝাতেই তিনি রাজিও হয়ে গেলেন।
এরপরই তিনি বললেন, "এর একটা রেপ্লিকা বানিয়ে দিও তো, সেটা আলিপুর মিউজিয়ামে রাখা হবে। যাতে পাবলিক দেখতে পারে।" একথা শুনেই বেশ খুশি সকলে। উল্লেখ্য, অভিনেতাদের বেশিরভাগই হাজির হয়েছিলেন সেখানে। সৌরভ দাস থেকে রাহুল মজুমদার এবং বনি সেনগুপ্ত নিজেও ছিলেন।
তবে, গন্ডগোল অন্য জায়গায়। বাংলার জয়ের খবরে বাকিরা ঠিক যতটা খুশি ছিলেন এবার অনেকেই হাসছেন। কারণ, তাদের বক্তব্য - "এইজন্য চেয়েছিলাম বাংলা যাতে ট্রফি না যেতে, এসবই হবে।" আবার কেউ বললেন, "কালো টাকা সাদা এভাবেই হয়। দিদিকে না দিলে হয়?"