ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট-এ জোকারের ভূমিকায় সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার কয়েক মাস আগে, ২০০৮ সালের ২২ জানুয়ারি, অভিনেতা হিথ লেজারকে তার গৃহকর্মী অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। সেই দিনই তার সঙ্গে দ্য ফোর ফেদারস-এর পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু শেখর কাপুরের বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে তারা নতুন একটি সিনেমা নিয়ে আলোচনা করতেন। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখর কাপুর জানান, তিনি তখন নিউইয়র্কে ছিলেন। লেজার সেদিনই বিদেশ থেকে নিউইয়র্কে এসে ছিলেন এবং প্রচণ্ড জেট-ল্যাগড ছিলেন। তাই তিনি শেখরকে সকাল ৯টায় ফোন করতে বলেছিলেন, জানিয়েছিলেন, ১১টায় দেখা করার জন্য আগ্রহী তিনি। শেখর প্রস্তাব দেন দীপক চোপড়ার ম্যাসাজ সেন্টারে আড্ডা দেওয়ার জন্য।
Actor Tragic Love Life: বিদ্যুৎ বিভ্রাটে থেমে গেল প্রেমের স্বীকারোক্তি!…
কিন্তু সকাল ৯টায় ফোন করার আগে শেখরের মনে হয়েছিল, ক্লান্ত লেজারকে বিরক্ত না করাই ভালো। সাড়ে ১১টার দিকে দীপক চোপড়ার অ্যাপার্টমেন্টে বসে তিনি বন্ধুর কাছ থেকে খবর পান- "হিথ লেজার মারা গেছেন।" প্রথমে বিশ্বাস না করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চিত হন। অবাক হয়ে বেশ কিছুক্ষন এমনও বলেছিলেন শেখর, "উনি আসবেন ১১টায় এখানে। উনি কীভাবে মারা যাবেন?"
এর আগে মনোজ বাজপেয়ীর সঙ্গে এক ইনস্টাগ্রাম লাইভে শেখর বলেছিলেন, তারা দ্য নাইন ও'ক্লক ওয়ার নামে একটি নতুন প্রোজেক্টে কাজ করার পরিকল্পনা করছিলেন, যেখানে লেজার প্রধান চরিত্রে অভিনয় করতেন। কিন্তু আগের রাতেই তিনি সাক্ষাৎ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন, কারণ তিনি জেট-ল্যাগড ছিলেন। পরদিন সকাল ৯টার পর শেখর ফোন না করার সিদ্ধান্ত নেন এবং কয়েক ঘণ্টা পরে চরম দুঃসংবাদটি পান।
Singer Passed Away: Rapper-কে গুলি করে নির্মম খুন, তদন্তে নেমেছে পুল…
হিথ লেজারের মৃত্যু পরবর্তীতে দুর্ঘটনাজনিত ওষুধের অতিমাত্রায় সেবন বলে ঘোষিত হয়। মৃত্যুর পর তিনি দ্য ডার্ক নাইট-এ জোকার চরিত্রের জন্য অস্কার জেতেন- যা আজও ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুপারহিরো চলচ্চিত্র হিসেবে বিবেচিত।