Advertisment

বাবার সঙ্গে প্রথম অভিনয়, জ্যামি শেয়ার করলেন ভিডিও

ভাল গায়িকা বলে ইতিমধ্যেই জনপ্রিয় জ্যামি কিন্তু তিনিও যে বাবার মতোই, বাবার স্টাইলে কমেডি করতে পারেন, তার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক টিকটক ভিডিওতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Johny Lever's daughter Jamie Lever brings her Dad on TikTok

জ্যামি ও জনি লিভারের ছবি জ্যামির ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

জনি লিভারের মেয়ে জ্যামি লিভার শুধুই যে সেলিব্রিটি-সন্তান তা মোটেই নয়। জ্যামি সুগায়িকা, তাঁর জ্যাম উইথ জ্যামি সেশনগুলি সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। কিন্তু বাবা জনি লিভারের কমেডি-র স্টাইল যে তাঁর মধ্যেও রয়েছে, তা বোঝা গেল সাম্প্রতিক একটি ভিডিওতে।

Advertisment

জ্যামি নতুন প্রজন্মের মানুষ। তাই টিকটক-জাতীয় ভিডিও প্ল্যাটফর্মে তিনি থাকবেন এটাই স্বাভাবিক। এতদিন সেখানে নিজের নানা ভিডিও পোস্ট করেছেন তিনি। ফেসবুকেও করেছেন। কিন্তু বহুদিন ধরেই তাঁর বাবা জনি লিভারের সঙ্গে কোনও ভিডিও শেয়ার করার অনুরোধ আসছিল।

আরও পড়ুন: দীপিকা থেকে অনুষ্কা, তারকাদের WHO-র সেফ হ্যান্ড চ্যালেঞ্জ

বাবার গুণমুগ্ধদের সেই আবদার রেখেছেন জ্যামি। অতি সম্প্রতি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বাবার সঙ্গে একটি টিকটক ভিডিও যেখানে 'আওয়ারা পাগল দিওয়ানা' ছবিতে পরেশ রাওয়াল-এর সঙ্গে জনি লিভারের সংলাপগুলিই টিকটক করা হয়েছে। দেখে নিতে পারেন সেই ভিডিও নীচের লিঙ্কে ক্লিক করে--

মজার ব্যাপার হল, ওই বিশেষ দৃশ্যে জনি লিভারের যে সংলাপগুলি ছিল, সেগুলি বলেছেন জ্যামি ও পরেশ রাওয়ালের সংলাপগুলি বলেছেন জনি লিভার। ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। বিশেষ করে জ্যামি প্রশংসিত হয়েছেন এই জন্য যে তাঁর বাবার কমেডি করার যে স্টাইল, সেটা পুরোমাত্রায় তাঁর মধ্যেও রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Celeb Gossip
Advertisment