Joy Banerjee Death: নেশার ঘোরে ১০-১২ বার ভালবাসার কথা জানিয়েছিলেন, জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় তথ্য প্রকাশ্যে

টিভির প্রতি তাঁর খুব একটা টান ছিল না। বলেছিলেন, সিনেমার পর্দায় মানুষ যাদের দেখেন, তাঁদের মনে রাখেন। টিভির পর্দা থেকে অনেকেই হারিয়ে যান। তাঁর জীবন রঙিন ছিল ভীষণ।

টিভির প্রতি তাঁর খুব একটা টান ছিল না। বলেছিলেন, সিনেমার পর্দায় মানুষ যাদের দেখেন, তাঁদের মনে রাখেন। টিভির পর্দা থেকে অনেকেই হারিয়ে যান। তাঁর জীবন রঙিন ছিল ভীষণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
BJP leader Jay Banerjee death,  Jay Banerjee passes away  ,Veteran BJP leader Bengal , West Bengal BJP leader demise,  BJP politician Jay Banerjee news,  Jay Banerjee obituary,  BJP leader dies Bengal,  West Bengal political leader death  ,BJP Bengal mourning  ,Jay Banerjee latest news,প্রয়াত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়  ,জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু,  বিজেপি নেতার প্রয়াণ,পশ্চিমবঙ্গ বিজেপি নেতা প্রয়াত,  বিজেপি রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায় খবর,  জয় বন্দ্যোপাধ্যায় আর নেই,  বিজেপি নেতার মৃত্যু ,পশ্চিমবঙ্গ  ,বাংলার রাজনীতিক প্রয়াণ সংবাদ  ,বিজেপি শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ,  জয় বন্দ্যোপাধ্যায় সর্বশেষ খবর

Jay Banerjee death: জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত।

Joy Banerjee Death: প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতির মঞ্চে থেকেছেন বহুদিন। বিজেপির সঙ্গে দীর্ঘদিন সময় অতিবাহিত করেছেন তিনি। কিন্তু, মানুষ তাঁকে বড়পর্দায় দেখতে বেশি আগ্রহী ছিলেন। ইন্ডীয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে সাক্ষাৎকারে  তিনি নিজের জীবনের নানা কথা শেয়ার করেছিলেন। বড়পর্দায় আবারও কাজ করার ইচ্ছে ছিল তাঁর প্রবল। কিন্তু সুযোগ হয়নি তাঁর। 

Advertisment

অভিনেতার কথায়, "মানুষ আমায় বলতেন, রাজনীতি তোমার জন্য না। আপনি আবার ছবি করুন। আপনি কী ভাল ছবি করতেন। আমরা সুন্দর একটা চেহারা দেখতাম। আপনি এত সুন্দর করে হাসতেন।" কিন্তু, টিভির প্রতি তাঁর খুব একটা টান ছিল না। বলেছিলেন, সিনেমার পর্দায় মানুষ যাদের দেখেন, তাঁদের মনে রাখেন। টিভির পর্দা থেকে অনেকেই হারিয়ে যান। তাঁর জীবন রঙিন ছিল ভীষণ। বিশেষ করে নারীদের প্রভাব ছিল সাঙ্ঘাতিক।

Chiranjeet-Joy Banerjee EXCLUSIVE: 'আমার কাছে ৫লাখ টাকা চেয়েছিল', জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই বিস্ফোরক চিরঞ্জিত

Advertisment

বলেছিলেন, "তখন বিএসএনএল ছিল। লম্বা তার থাকত ফোনের। আমাদের হলঘরে থাকত সেই ফোন। এবার যার যেমন ফোন আসত, ট্রলি এগিয়ে তাঁকে দেওয়া হত। তো, একদিন কী হয়েছিল। ভীম নামের একজন রান্না করত আমাদের বাড়িতে। আমি আগের দিন রাতে ডিস্কো-তে গিয়েছি। ভোর সাড়ে ছ-টা বাজে হয়তো। নেশা ঠিক করে কাটেনি। আমাকে এসে ভীম বলছে, দাদা একজন মেয়ে ফোন করেছে, আমি তো ওকে বকাবকি করলাম। ও তো চলে গিয়েছে। আবার কিছুক্ষণ পর সেই মেয়েটা বলে পাঠিয়েছে, যাও- তোমার দাদাকে গিয়ে বলো, কালকে ডিস্কোতে গিয়ে নাচতে নাচতে, অন্তত দশবার আমায় আই লাভ ইউ বলেছে। আর এখন আমায় চিনতে পারছে না। ইয়ার্কি হচ্ছে?" 

সঙ্গে সঙ্গেই অভিনেতা নাকি ভীমের থেকে ফোন কেড়ে নিয়েছিলেন। এই ঘটনাই জানিয়েছিলেন। দেখুন সেই ভিডিও... 

Entertainment News Today Joy Banerjee death