Advertisment

সুরকার জয়ের পছন্দ ছিল অন্য কেউ, রাগের চোটেই লোপামুদ্রার থেকে ছিনিয়ে নেন জনপ্রিয় গান!

বউয়ের হক ছিনিয়েছিলেন জয়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জয় সরকার, জয় সুরকার, joy sarkar, লোপামুদ্রা মিত্র, লোপামুদ্রার গান, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, indian express entertainment news, ie entertainment news, today news update, celeb world, bollywood celeb news trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

লোপা-জয়

কাজের ক্ষেত্রে নিদারুণ আলাদা, লোপামুদ্রা এবং জয়। কিন্তু, একটি গান নিয়ে নাকি বেজায় অশান্তি হয়েছিল দুজনের মধ্যে। রাগের চোটেই সেই গান শুভমিতাকে দিয়ে গাইয়েছিলেন জয়?

Advertisment

এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন সেই মন্তব্যের। জয় সরকার অন্যতম বিখ্যাত সুরকার বাংলা ইন্ডাস্ট্রির। স্ত্রী লোপামুদ্রাকে নিয়ে নানা মজার কথা বলেই থাকেন তিনি। তাঁরই একটি বিখ্যাত গান দেখেছ কি তাকে... যেটি শুভমিতার গলায় বেজায় জনপ্রিয়। সেই গানটিই নাকি গাওয়ার কথা ছিল লোপামুদ্রার। কিন্তু, পরিস্থিতির কারণেই তাঁর এই গান গাওয়া হয়নি। তবে, জয়কে পাল্টা প্রশ্ন করেন সঞ্চালক পন্ডিত তন্ময় বোস।

আরও পড়ুন < ‘আমি ভীষণ লয়াল, কিন্তু…’, শোভন সৎ ছিলেন না সম্পর্কে? স্বস্তিকার ইঙ্গিতে… >

জয় বলেন, লোপার অ্যালবাম হল। কিন্তু ও দেখেছ কী তাকে গানটা গাইল না। পড়ে থাকবে গোটা একটা বছর? আর সত্যি বলতে শুভমিতার গলায় দারুণ লাগছিল গানটা। ওর মুখস্থ হয়ে গিয়েছিল। এরপরই তন্ময় বোস জিজ্ঞেস করেন, "তাই তুই রাগের চোটে ওকে গানটা দিয়ে দিলি?" লোপার জন্য বানানো গানটা দিলি ওকে? কিন্তু জবাব তৈরি ছিল জয়েরও। বললেন, "না না! এটা ঠিক না। একটা গান এতদিন পরে থাকবে। আর শুভমিতা নিজেই জিজ্ঞেস করল আমায় যে গানটি গাইবে কিনা।"

আরও পড়ুন < বউয়ের ব্যবসায় বেগার খাটেন! শুধু দেখতে সুন্দর বলেই তাঁকে বিয়ে করেছেন লোপামুদ্রা? >

আরও পড়ুন < রবিঠাকুরকে আলিয়ার ‘ঠাকুরদা’! বাংলায় চরম অসন্তোষ রণবীরকে নিয়ে, তাও দোষ দেখছেন না চুর্নী? >

এখানেই শেষ নয়, আধুনিক গানের প্রতি এক আলাদা ব্যাখ্যা দিলেন তিনি। বললেন, "একটা আধুনিক গানের শব্দ খুব সাম্প্রতিক হওয়া উচিৎ। কারণ, তিন চারবছর পর এমন একটি গান তৈরি হওয়ার ইচ্ছে বা পরিস্থিতি নাও থাকতে পারে। সুতরাং সেটা ভেবে নেওয়া দরকার। আর, এই গানটা শুভ একটি ঘরোয়া অনুষ্ঠানে দারুণ গেয়েছিল।"

tollywood Entertainment News
Advertisment