/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/jj.jpg)
joyjit banerjee for bjp: জয়জিতের নিশানায় বিজেপি...
বাংলা সবুজ ঝড়ে মগ্ন। তৃণমূলের জয়ে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। শুধু তাই নয়, নানাদিকে প্রার্থীদের আনন্দের শেষ নেই। সারা বাংলায় প্রায় রেকর্ড করেছেন তৃণমূলের প্রার্থীরা।
আর একদিকে যখন, সারা বাংলা আনন্দে মত্ত তখনই জয়জিৎ নিজের কথা বলতে ব্যস্ত। সে নিজের কথা নিজের মতো করেই বলতে ভালবাসেন। কাউকেই তিনি পরোয়া করেন না। আর এবার তো তিনি যা বললেন, তাতে হাসতে হয়। মোদী যেখানেই গিয়েছেন সেখানেই একটি স্লোগান দিয়েছেন এবার, ৪০০ পার।
যদিও, সেই ঘটনা ঘটেনি। কিন্তু, জয়জিৎ যা বললেন তাতে অনেকেই তাঁকে প্রশ্ন করলেন। কিন্তু গেরুয়া ঝড়ের আশানুরূপ ফল না হওয়ায় অভিনেতা যে বেশ আনন্দে, সেকথা সাফ জানালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন...
আরও পড়ুন - Dev vs Hiran: হিরণের দৌড়ঝাঁপ-ই সার! ধরাছোঁয়ার বাইরে দেব..
"আজ বাংলায় হনুমানদের হুপ হাপ কমেছে। কলার দাম কমেছে। যাকে তাঁকে এনকাউন্টার করে দেবো কেউ বলছে না। অধিকারী পালিয়েছে ধাই কিরি কিরী। পুনশ্চ : বাংলায় সাম্প্রদায়িকতার তাস চলবে না কোনোদিন। এবার কিছু হনুমান দলদাস হাইড্রেনের ঢাকনাখোলার মতন দুর্গন্ধ যুক্ত মন আর মুখ নিয়ে ঝাঁপিয়ে পড়বে।"
উল্লেখ্য, আপাতত তারকা প্রার্থীদের মধ্যে রচনা বন্দোপাধ্যায় থেকে দেব এমনকি সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন। আশা করা যাচ্ছে, এই তিনটে কেন্দ্রে তাদের জেতার সম্ভাবনা প্রচুর।