/indian-express-bangla/media/media_files/2025/09/20/ntr-2025-09-20-12-29-48.jpg)
এখন কেমন আছেন তিনি?
সম্প্রতি হায়দরাবাদের একটি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। ঘটনার পর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়। শুক্রবার অভিনেতার টিম একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে, যে এনটিআর সামান্য চোট পেয়েছেন। চিকিৎসকের পরামর্শে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন।
তবে বিবৃতিতে তাঁর আঘাতের ধরন বা পুরোপুরি সেরে উঠতে কত সময় লাগবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এর ফলে এনটিআরের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভকামনার বার্তায় ভরিয়ে দেন। এর আগে হঠাৎ তাঁর চেহারার পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। একাধিক ভক্ত মনে করেছিলেন, তিনি অসুস্থতার কারণে হয়তো দ্রুত ওজন কমিয়েছেন। যদিও পরে জানা যায়, এই রূপান্তর তাঁর আসন্ন ছবির চরিত্রের জন্যই করা।
এখন কেমন আছেন তিনি? অভিনেতার দল আরও আশ্বস্ত করেছে যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই। পাশাপাশি ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে যেন তারা গুজবে কান না দেন।
বিশ্রামহীন রুটিন, শরীরে অসহ্য ব্যথা, এসব কারণেই অল্প বয়সে চিরনিদ্রায় কিংবদন্তি?
শুধু অভিনয় নয়, কূটনৈতিক ক্ষেত্রেও সম্প্রতি এনটিআরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মার্কিন কনসাল জেনারেল লরা উইলিয়ামস সম্প্রতি হায়দরাবাদে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে এনটিআরের সাম্প্রতিক এবং আসন্ন প্রকল্পগুলির শুটিং ভারত-মার্কিন সম্পর্ক, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প সহযোগিতাকে আরও দৃঢ় করেছে।
কর্মজীবনের দিক থেকে এনটিআরকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ওয়ার ২’–এ, যেখানে তিনি হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি এবং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বর্তমানে তিনি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে ‘এনটিআরনীল’ ছবির কাজ করছেন। বড় বাজেটের এই ছবি আগামী বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।