/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
কী জানা যাচ্ছে পরবর্তীতে?
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, সিঙ্গাপুরে গায়ক জুবিন গর্গের মৃত্যুর সময় ইয়টে উপস্থিত অসমীয়া ব্যক্তিরা তদন্তে অংশ না নিলে পুলিশ পুরো ঘটনার সূত্র মেলাতে পারবে না। তিনি আহ্বান জানিয়েছেন, আসামের মানুষ যেন সিঙ্গাপুরে বসবাসরত অসমীয়া সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করেন। যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্তে সহযোগিতা করতে ভারতে ফিরে আসেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তিনি সেখানে গিয়েছিলেন শ্যামকানু মহন্তের আয়োজিত “নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল”-এর চতুর্থ সংস্করণে অংশ নিতে। ওই দিন তাঁর সঙ্গে সিঙ্গাপুরে বসবাসরত কয়েকজন অসমীয়া নাগরিকও ইয়টে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, "আসাম পুলিশ সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করতে পারবে না, কারণ সেটি আমাদের এখতিয়ারের বাইরে। তাই যাঁরা ইয়টে ছিলেন, তাঁদের ভারতে ফিরে এসে সহযোগিতা করা প্রয়োজন। তাঁরা যদি না আসেন, তাহলে তদন্ত সম্পূর্ণ করা সম্ভব নয়।"
রাজ্য সিআইডি ইতিমধ্যেই সিঙ্গাপুরের "আসাম অ্যাসোসিয়েশন"-এর কয়েকজন সদস্যকে ৬ অক্টোবরের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, যাঁদের বাবা-মা আসামে থাকেন, তাঁদের পরিবারের সদস্যদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, "আসামের জনগণকে অভিভাবকদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে আসার জন্য চাপ দিতে হবে।"
বর্তমানে গায়কের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। শ্যামকানু মহন্ত, তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং ১৪ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
গায়ককে বিষপ্রয়োগ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটি এক অভিযুক্তের বক্তব্য, পুলিশের নয়। ১০ অক্টোবর ভিসেরা রিপোর্ট আসবে, এবং ১১ অক্টোবরের মধ্যেই প্রকৃত সত্য স্পষ্ট হবে।”
তিনি আরও জানান, গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে একটি এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে, যা সিআইডি তদন্তের পাশাপাশি প্রমাণ যাচাই করবে। মুখ্যমন্ত্রীর কথায়, "এই কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং প্রয়োজনে আমাদের উপরও কঠোর ব্যবস্থা নিতে পারবে।"