Singer Health Update: শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর রোগ! কীসে ভুগছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি প্রথমবার এই স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, সাধারণত একান্ত জীবন পছন্দ করলেও এবার...

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি প্রথমবার এই স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, সাধারণত একান্ত জীবন পছন্দ করলেও এবার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
singer

যা শোনালেন গায়ক...

পপ তারকা জাস্টিন টিম্বারলেক সম্প্রতি প্রকাশ করেছেন, তিনি সিক্রেটলি লাইম রোগের সঙ্গে লড়াই করছিলেন- একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা তাকে চরম ক্লান্তি, ব্যথা এবং অসুস্থতার মধ্যে রেখেছিল। অথচ তিনি থেমে থাকেননি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি প্রথমবার এই স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, সাধারণত একান্ত জীবন পছন্দ করলেও এবার সময় এসেছে পর্দার আড়ালের বাস্তবতা ভাগ করে নেওয়ার।

Advertisment

৪৪ বছর বয়সী এই গায়ক ঠিক তখনই এই কথা জানান, যখন তিনি তাঁর দুই বছরব্যাপী বিশ্বসফর  'Forget Tomorrow' শেষ করেছেন। সফর শেষ হয়েছে তুরস্কে। তিনি বলেন, "এই সফর ছিল অসাধারণ, আনন্দময়, শারীরিকভাবে ক্লান্তিকর, আবেগময় এবং জীবনের অন্যতম পরিশ্রমসাধ্য অভিজ্ঞতা। ৩০ বছরের ক্যারিয়ারে আমি যা কিছু অর্জন করেছি, তার পেছনে এই সফর একটি বড় অধ্যায় হয়ে থাকল। আমি এটি করতে পেরেছি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্যই।" 

Ananya Chatterjee: একচোখ বন্ধ! পুতুলনাচে একেবারে অন্যরকম অনন্যা, গোয়েন্দা চরিত্র নিয়ে কী বলছেন অভিনেত্রী?

Advertisment

এই আবেগঘন বার্তায় টিম্বারলেক বলেন, "আমি কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম, যার মধ্যে একটি ছিল লাইম রোগ। আমি কারওর দয়া পাওয়ার জন্য বলছি না, বরং বলছি কারণ, মানুষ যেন বোঝে, আমি ঠিক কীসের বিরুদ্ধে লড়ছিলাম।" রোগের কারণে ট্যুর চলাকালীন মঞ্চে হঠাৎ অসুস্থ হওয়া, স্নায়বিক ব্যথা, ক্লান্তি এবং মানসিক দুশ্চিন্তা তাঁর পারফর্ম্যান্সে প্রভাব ফেলেছিল। তিনি বলেন, "অনেক সময় মনে হয়েছে ট্যুরটা থামিয়ে দিই, কিন্তু যে আনন্দ আমি পাই, সেটি এই শারীরিক কষ্টের চেয়েও বড়। আমি খুব খুশি যে এটা চালিয়ে যেতে পেরেছি।" 

নীরবতা ভাঙার কারণ

নিজের সংগ্রাম এতদিন গোপন রাখার কারণ ব্যাখ্যা করে টিম্বারলেক বলেন, "আমি এমন এক পরিবেশে বড় হয়েছি, যেখানে ব্যক্তিগত যন্ত্রণাকে গোপন রাখাই ছিল নিয়ম। কিন্তু এখন আমি বুঝেছি, এই নীরবতা অনেক সময় ভুল ব্যাখ্যার জন্ম দেয়।" তিনি চান, তার অভিজ্ঞতা যেন একই রোগে আক্রান্ত অন্যদের সাহস জোগায়। বলেন, “আমি এই কথা এজন্য বলছি, যেন আমরা সবাই আরও ভালোভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারি।”

লাইম রোগ কী?

লাইম রোগ একটি সংক্রমণ, যা টিক নামক কীটের মাধ্যমে ছড়ায়। শুরুতেই রোগ শনাক্ত হলে এটি অ্যান্টিবায়োটিকে ভালোভাবে সাড়া দেয়। কিন্তু নির্ণয়ে দেরি হলে এটি দীর্ঘমেয়াদি ক্লান্তি, জয়েন্টে ব্যথা ও মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে।

শুধু টিম্বারলেক নন…

টিম্বারলেক ছাড়াও জাস্টিন বিবার, এভ্রিল ল্যাভিন এবং শানিয়া টোয়েন-এর মতো তারকারাও অতীতে লাইম রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ২০২৪ সালের এপ্রিলে নিজের অ্যালবাম “Everything I Thought It Was” মুক্তির পরপরই তিনি “Forget Tomorrow” সফর শুরু করেছিলেন।
গ্র্যামিজয়ী এই শিল্পী আজও বিশ্বের অন্যতম সেরা রেকর্ড বিক্রয় শিল্পী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

Entertainment News Entertainment News Today