চারিদিকে থ্যানোস, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যানদের মহারণ। আগে থেকে প্ল্যান করে না রাখলে টিকিট পাওয়ার জো নেই। এর মধ্যে কিন্তু কচ্ছপের চালে চলে বাজার মাত করছে দুই ভাইয়ের গল্প। মানে বক্স অফিসে ভাল করছে 'জ্যেষ্ঠপুত্র'। লড়াইয়ের প্রশ্নই নেই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান। 'অ্যাভেঞ্জার্স: এন্ড গেমে'র সামনে কোনও ছবি দাঁড়াতেই পারার কথা নয়। সেখানে 'জ্যেষ্ঠপুত্র'র বক্সঅফিস রেকর্ড আশা জাগাচ্ছে প্রযোজকদের মনে।
২৬ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি আর ওই একই দিনে ভারতে রিলিজ করেছে' অ্যাভেঞ্জার্স এন্ডগেম'। প্রথম থেকেই জানা ছিল হলিউডের এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ডে ছাপিয়ে যাবে। প্রত্যাশা মতোই ফল করেছেন রুশো ব্রাদার্সের এই ছবি। সেরকমই সম্পূর্ণ অপ্রত্যাশিত ফল করেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি।
আরও পড়ুন, শ্রমিক দিবসেই মিলতে পারে সমাধান, আশাবাদী টেলিপাড়া
নন্দন, প্রিয়া সহ বেশ করেকটি মাল্টিপ্লেক্সে হাউসফুল হচ্ছে 'জ্যেষ্ঠপুত্র''। ইতিমধ্যেই একদিন হলে ঘুরে পরিস্থিতি সরেজমিনে দেখেছেন নির্মাতা অর্থাৎ প্রযোজনা সংস্থা। তারাও জানিয়েছেন, কলকাতার প্রায় সবকটি সিনেমা হলেই দলে দলে দর্শক দেখছেন এই ছবি। আইনক্সেও ভাল ফলের মুখে গিয়েছে এই ছবি।
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতেবিক চক্রবর্তীকে এই ছবিতে দেখা গিয়েছে দুই ভাইয়ের ভূমিকায়। এছাড়াও প্রশংসীত হয়েছে সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়। ঋতু ফুরলেও এই থ্যানোস ঝড়ের মরসুনে ভুমিষ্ঠ হয়েছিল 'জ্যেষ্ঠপুত্র'। য়েই ছবিও এবার ফার্স্টক্লাস নম্বর নিয়ে উত্তীর্ণ হচ্ছে।