/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/kapil.jpg)
৮৩ ছবিতে রণবীর সিং
সালটা ৮৩। লর্ডসের মাঠের রুদ্ধশ্বাস ম্যাচ। গ্যালারির দর্শক থেকে টিভির পর্দায় সবার চোখ 'হরিয়ানা হ্যারিকেন'-এর দিকে। আর ওই একটা ক্যাচেই কেল্লাফতেহ করেছিলেন কপিল দেব (Kapil Dev)। রণবীর সিং (Ranveer Singh) অভিনীত '৮৩' (83) টিজার এবার সেই ধুলোমাখা স্মৃতিটাকেই আরও উসকে দিল। শুক্রবার, ২৬ নভেম্বর মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমার টিজার। প্রথম ঝলকেই সিনেদর্শকদের উন্মাদনার পারদ আরও চড়িয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/83.jpg)
সাদা-কালো টিজার তুলে ধরল ম্যাচের একটা সিকোয়েন্স। যেখানে কপিল-রূপী রণবীর ময়দানে ছুটছেন হ্যারিকেন গতিতে। চুলের ছাঁট, গলার কালো সুতো, ভারতীয় ক্রিকেট টিমের সাদা জার্সি গায়ে, ঘন গোঁফ.. এ যেন হুবহু কপিল দেব। নেপথ্যে পরিচাবক কবীর খান (Kabir Khan)। দু বছর আগেই শুটিং হয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালেই, কিন্তু বাদ সাধে অতিমারী। করোনার কোপে পিছিয়ে যায় '৮৩' সিনেমার মুক্তি। তবে এবার শেষমেশ টিজার মুক্তি পাওয়ায় আশায় বুক বেঁধেছেন দর্শকরা।
<আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, এই দিনে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’>
ছবিতে রণবীর সিং যেখানে কপিল দেবের ভূমিকায়, সেখানে কপিলের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এই ছবির জন্য কঠোর হোমওয়ার্কও করেছেন অভিনেতা। দশ দিন গিয়ে কপিল দেবের বাড়িতে ছিলেন, তাঁর শারীরিক ভাষা, আদব-কায়দা আত্মস্থ করার জন্য।
রণবীর দীপিকা ছাড়াও অভিনয় করেছেন শাকিব সালিম, হার্ডি সান্ধু, অ্যাম্মি বির্ক, পঙ্কজ ত্রিপাঠী, যতীন সরনা, শাহিল খট্টর, জিভারা। ট্রেলার মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর। আর প্রেক্ষাগৃহে '৮৩'র আগমন ঘটছে বড়দিনের মরসুমে ২৪ ডিসেম্বর। পর্দায় ৮৩'র রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করার জন্য উত্তেজনায় ফুটছেন দর্শকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন